নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

‘সুস্থায়ী উন্নয়নের জন্য শক্তি’ শীর্ষক ওয়েবিনারে উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Posted On: 03 MAR 2022 4:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২২

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি, কয়লা, খনি, বিদেশ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আগামী ৪ঠা মার্চ সকাল ১০টায় “সুস্থায়ী উন্নয়নের জন্য শক্তি” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করেছে। ২০২২ সালের বাজেটে শক্তি ও সম্পদ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে, তা আলোচনা করতে এবং সেই উদ্যোগগুলির সফল বাস্তবায়নের জন্য পরিকল্পনা ও পরামর্শদানের উদ্দেশ্যে এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারে তিনটি পর্যায় রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়েবিনারের সূচনা পর্বে ভাষণ দেবেন। অনুষ্ঠানে প্রথম পর্যায়ের পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং। সৌরবিদ্যুৎ উৎপাদন, গ্রিন হাইড্রোজেন – এই দুটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

ওয়েবিনারে – পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের সম্প্রসারণে শক্তি সঞ্চয় স্থানের বিকাশসাধন, পরিবেশের জন্য জীবনধারা, কোল গ্যাসিফিকেশন, বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব জ্বালানী ক্ষেত্রে উৎসাহদান, কৃষি ও উদ্যানজাত বনজ ক্ষেত্র এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের মাত্রা বৃদ্ধির বিষয়ের উপর আলোচনা হবে। 

 

CG/SS/SB



(Release ID: 1802791) Visitor Counter : 139