তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সুমিত্রা ভাবে ও সুনীল সুকথানকর –এর সংগ্রহে থাকা বিপুল ছবি এনএফএআই গ্রহণ করেছে

Posted On: 01 MAR 2022 2:37PM by PIB Kolkata

মুম্বাই, ১ মার্চ, ২০২২

 

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জুটি সুমিত্রা ভাবে ও সুনীল সুকথানকরের নির্মিত প্রচুর সিনেমা,  ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া (এনএফএআই) গ্রহণ করেছে। শ্রী সুনীল সুকথানকর এনএফএআই –এর ডিরেক্টর শ্রী প্রকাশ মাগদুমকে এই মূল্যবান সংগ্রহগুলি হস্তান্তর করেছেন। সুমিত্রা ভাবে ও সুনীল সুকথানকর জুটির নির্মিত বহু চলচ্চিত্র দেশে – বিদেশ সমাদৃত ও পুরস্কৃত হয়েছে। শ্রীমতি ভাবে গতবছর প্রয়াত হন।

শ্রী সুকথানকর, এনএফএআই –এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরা যখন ছবি করতেন, সেই সময়, তাঁদের জীবনে  এই প্রতিষ্ঠানটি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল। এখন এগুলি এনএফএআই –এর কাছে সুরক্ষিত থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই ছবিগুলি দেখতে পায়, তার জন্য সেগুলি ডিজিটাইজ করা হবে বলে তিনি আশা করেন। যে কাহিনীচিত্রগুলি এনএফএআই –কে হস্তান্তরিত করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল – ২০০২ সালের’ ‘দাহাভি ফা’, ২০০৬ সালের ‘বাধা’, ২০১২ সালের ‘হা ভারত মাঝা’ এবং ২০০৪ সালের স্বল্প দৈর্ঘ্যের  ছবি ‘জিদ’। এছাড়াও ১৯৯৭ সালের ‘জিন্দেগী জিন্দাবাদ’, ১৯৮৫ সালের ‘বাই’, ১৯৮৭ সালের ‘পানি’ এবং ১৯৯৪ সালের ‘লহ’ চলচ্চিত্রটিও এনএফএআই –কে হস্তান্তরিত করা হয়েছে।    

এনএফএআই –এর ডিরেক্টর শ্রী প্রকাশ মাগদুম এই চলচ্চিত্রগুলি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, জাতীয় পুরস্কার বিজয়ী এই চলচ্চিত্র জুটির নির্মিত চলচ্চিত্রগুলি তাদের সংগ্রহে আসায় ছাত্রছাত্রী, গবেষক এবং নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতারা উপকৃত হবেন। সুমিত্রা ভাবে ও সুনীল সুকথানকর জুটি মারাঠী ভাষায় বহু স্বল্প দৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র, টেলিভিশনের জন্য সিনেমা এবং কাহিনীচিত্র নির্মাণ করেছেন। এনএফএআই –কে যে সিনেমাগুলি হস্তান্তর করা হল, সেগুলি বিভিন্ন ফরম্যাটের ক্যাসেটে সংরক্ষিত রয়েছে। এর আগে ২০১৪ – ১৫ সালে এই চলচ্চিত্র নির্মাতা জুটি তাদের তৈরি কিছু ছবি এনএফএআই –এর কাছে হন্তান্তর করেছিলেন। পরবর্তীতে ২০১৮ সালে সুমিত্রা ভাবের ৭৫তম জন্মদিনে তিনি তার কয়েকটি ছবির মূল চিত্রনাট্যও এনএফএআই –কে হস্তান্তর করেছিলেন।      

 

CG/CB/SFS


(Release ID: 1802151) Visitor Counter : 181