বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ‘প্রযুক্তি-সক্রিয় উন্নয়ন’ শীর্ষক বিষয়ের উপর আয়োজিত বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশগ্রহণ করবে
প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশনের সূচনায় ভাষণ দেবেন
Posted On:
01 MAR 2022 12:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ মার্চ, ২০২২
২০২২ সালের সাধারণ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণাগুলির সফল বাস্তবায়নের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রের উপর ওয়েবিনার সিরিজের আয়োজন করেছে। এই ওয়েবিনার সিরিজ সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকল্পনাগুলির বাস্তবায়ন কৌশল সম্পর্কে ধারণা তৈরিতে সরকারি-বেসরকারি, শিক্ষা ও শিল্প সংস্থার বিশেষজ্ঞদের একটি একক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে।
প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয় এবং কেন্দ্রীয় সরকারের একাধিক কয়েকটি দপ্তর ও বিজ্ঞান মন্ত্রক আগামীকাল (দোসরা মার্চ) ‘প্রযুক্তি – সক্রিয় উন্নয়ন’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করেছে। এই ওয়েবিনারে পূর্ণাঙ্গ অধিবেশনের সূচনায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ওয়েবিনারের দ্বিতীয় পর্যায়ে টেলিযোগাযোগ বিভাগ, বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পৌরোহিত্যে ৪টি বিষয়-ভিত্তিক অধিবেশন থাকবে। এই অধিবেশনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থা থেকে একাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ৫টি বিষয়-ভাবনার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এগুলি হ’ল – লক্ষ্যণীয় উদ্যোগ, কর্মসংস্থান সৃষ্ট/কর্মসংস্থান বৃদ্ধির জন্য জোর, প্রযুক্তিগত আত্মনির্ভরতা, অমৃতকাল – ভারত@২০৪৭ এর লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা এবং সম্মতি আদায়ের বোঝা কমানোর প্রক্রিয়ার জন্য পরামর্শ।
ওয়েবিনারের তৃতীয় পর্যায়ে উপরোক্ত বিভাগের সচিব ও মন্ত্রীরা এই অধিবেশন থেকে ইতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা এবং তা বাস্তবায়নের পথ নির্ধারণ করবেন। রেল, যোগাযোগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর, বিজ্ঞান ও প্রযুক্তি, ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণঅভিযোগ, পেনশন, আণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই ওয়েবিনারটি ডিজিটাল ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে
https://youtu.be/vR5GbW-c9-c সরাসরি সম্প্রচারিত হবে।
CG/SS/SB
(Release ID: 1802147)
Visitor Counter : 164