অর্থমন্ত্রক

ফেব্রুয়ারি ২০২২-এ জিএসটি বাবদ মোট রাজস্ব সংগ্রহ ১ লক্ষ ৩৩ হাজার ২৬ কোটি টাকা


এই নিয়ে পঞ্চমবার জিএসটি সংগ্রহ ১.৩০ লক্ষ কোটি টাকা ছাড়ালো

ফেব্রুয়ারি ২০২২-এর সংগৃহীত জিএসটি, তার আগের বছরের একই মাসের তুলনায় ১৮ শতাংশ বেশি এবং ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২৬ শতাংশ বেশি

Posted On: 01 MAR 2022 12:45PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ মার্চ, ২০২২

 

ফেব্রুয়ারি ২০২২-এ জিএসটি বাবদ মোট ১ লক্ষ ৩৩ হাজার ২৬ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় রাজস্ব (সিজিএসটি) ২৪ হাজার ৪৩৫ কোটি টাকা, রাজ্যগুলির রাজস্ব (এসজিএসটি) ৩০ হাজার ৭৭৯ কোটি টাকা, সংযুক্ত রাজস্ব (আইজিএসটি) ৬৭ হাজার ৪৭১ কোটি টাকা (এর মধ্যে পণ্য আমদানি থেকে সংগৃহীত ৩৩ হাজার ৮৩৭ কোটি টাকা) এবং সেস ১০ হাজার ৩৪০ কোটি টাকা (এর মধ্যে ৬৩৮ কোটি টাকা পণ্য আমদানি থেকে সংগৃহীত)

আইজিএসটি-র মধ্যে ২৬ হাজার ৩৪৭ কোটি টাকা গেছে সিজিএসটি-তে এবং ২১ হাজার ৯০৯ কোটি টাকা গেছে এসজিএসটি-তে। নিয়মমাফিক হিসেবনিকেশের পর ফেব্রুয়ারি ২০২২-এ কেন্দ্র ও রাজ্যগুলির মোট রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে - সিজিএসটি থেকে ৫০ হাজার ৭৮২ কোটি টাকা এবং এসজিএসটি থেকে ৫২ হাজার ৬৮৮ কোটি টাকা।

ফেব্রুয়ারি ২০২২-এর সংগৃহীত জিএসটি, তার আগের বছরের একই মাসের তুলনায় ১৮ শতাংশ বেশি এবং ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় ২৬ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে পণ্য আমদানি থেকে সংগৃহীত রাজস্ব ৩৮ শতাংশ বেশি এবং অভ্যন্তরীণ লেনদেন থেকে সংগৃহীত রাজস্ব (পরিষেবা আমদানি সহ) ১২ শতাংশ বেশি।

ফেব্রুয়ারি, ২৮ দিনের মাস হওয়ায়, এই মাসে রাজস্ব আদায় সাধারণত জানুয়ারির তুলনায় কম হয়। আংশিক লকডাউন, সপ্তাহান্তিক ও নৈশ কারফিউ এবং ওমিক্রনের ঢেউয়ের প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যে জারি থাকা বিধিনিষেধ (যা শিখরে পৌঁছেছিল ২০শে জানুয়ারি) সত্ত্বেও রাজস্ব বৃদ্ধির এই ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।

এই নিয়ে পঞ্চমবার জিএসটি সংগ্রহ ১.৩০ লক্ষ কোটি টাকা ছাড়ালো। জিএসটি রূপায়ণের পর থেকে এই প্রথম সেস থেকে আদায় হওয়া রাজস্ব পেরলো ১০ হাজার কোটি টাকার গণ্ডি। এর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষত, অটোমোবাইল ক্ষেত্রের পুনরুজ্জীবনের সঙ্কেত পাওয়া যায়।

ফেব্রুয়ারি ২০২১-এর তুলনায়, ফেব্রুয়ারি ২০২২-এ জিএসটি রাজস্ব বৃদ্ধির রাজ্যওয়াড়ি বিবরণ

রাজ্যের নাম

ফেব্রুয়ারি ২০২১

ফেব্রুয়ারি ২০২২

বৃদ্ধির হার

জম্মু-কাশ্মীর

৩৩০

৩২৬

-%

হিমাচল প্রদেশ

৬৬৩

৬৫৭

-%

পাঞ্জাব

,২৯৯

,৪৮০

১৪%

চণ্ডীগড়

১৪৯

১৭৮

২০%

উত্তরাখণ্ড­­­­­

,১৮১

,১৭৬

%

হরিয়ানা

,৫৯০

,৯২৮

%

দিল্লি

,৭২৭

,৯২২

%

রাজস্থান

,২২৪

,৪৬৯

%

উত্তর প্রদেশ

,৯৯৭

,৫১৯

%

বিহার

,১২৮

,২০৬

%

সিকিম

২২২

২২২

%

অরুণাচল প্রদেশ

৬১

৫৬

-%

নাগাল্যান্ড

৩৫

৩৩

-%

মণিপুর

৩২

৩৯

২০%

মিজোরাম

২১

২৪

১৫%

ত্রিপুরা

৬৩

৬৬

%

মেঘালয়

১৪৭

২০১

৩৭%

অসম

৯৪৬

,০০৮

%

পশ্চিমবঙ্গ

,৩৩৫

,৪১৪

%

ঝাড়খণ্ড

,৩২১

,৫৩৬

%

ওড়িশা

,৩৪১

,১০১

২৩%

ছড়িশগড়

,৪৫৩

,৭৮৩

১৩%

মধ্যপ্রদেশ

,৭৯২

,৮৫৩

%

গুজরাট

,২২১

,৮৭৩

%

দমন ও দিউ

-৯২%

দাদরা ও নগর হাভেলি

২৩৫

২৬০

১১%

মহারাষ্ট্র

১৬,১০৪

১৯,৪২৩

২১%

কর্ণাটক

,৫৮১

,১৭৬

২১%

গোয়া

৩৪৪

৩৬৪

%

লাক্ষ্মাদ্বীপ

৭৪%

কেরল

,৮০৬

,০৭৪

১৫%

তামিলনাড়ু

,০০৮

,৩৯৩

%

পুদুচেরি

১৫৮

১৭৮

১৩%

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

২৩

২২

-

তেলেঙ্গানা

,৬৩৬

,১১৩

১৩%

অন্ধ্রপ্রদেশ

,৬৫৩

,১৫৭

১৯%

লাদাখ

১৬

৭২%

অন্যান্য এলাকা

১৩৪

১৩৬

%

কেন্দ্রীয় এলাকা

১২৯

১৬৭

২৯%

মোট

৮৮,১০২

৯৮,৫৫০

১২%

() পণ্যের আমদানির উপর জিএসটি ধরা হয়নি

 

CG/SD/SKD/



(Release ID: 1802145) Visitor Counter : 244