বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গী ও সরকারের সক্রিয় নীতি এবং শিল্প সংস্থাগুলির কার্যকরি ইকোব্যবস্থাপনা, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন (ভিএলএসআই) এবং ভারতে সেমিকন্ডাক্টর ইকোব্যবস্থাপনার বিকাশে সহায়ক হয়েছে

Posted On: 01 MAR 2022 12:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, ভারত বর্তমানে প্রযুক্তি প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রে এক অসাধারণ বাজারের প্রতিনিধিত্ব করছে। সরকারি নীতি এবং মূলধন এই দুই বিষয়ের ফলে একটি সুস্থায়ী ইকোব্যবস্থাপনা তৈরি হয়েছে, যা আগামী দশকে বিশ্বের চাহিদা এবং ভারতের প্রয়োজনীয়তা মেটাবে। ৩৫তম আন্তর্জাতিক ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন (ভিএলএসআই )ডিজাইন অ্যান্ড এমবেডেড সিস্টেম শীর্ষক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। এ বছরের এই সম্মেলনের বিষয়-ভাবনা হ’ল – সিলিকন ক্যাটালাইসিং কম্পিউটিং, কমিউনিকেশন অ্যান্ড কগনিটিভ কনভার্জেন্স।
 
দেশে প্রযুক্তি ক্ষেত্রের বৃদ্ধি ও সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গী ভাগ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতীয় প্রযুক্তি ও উদ্ভাবনী ইকোব্যবস্থাপনা সম্পর্কে যথেষ্ট উৎসাহী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, কোভিড মহামারীর সময় সমগ্র বিশ্ব প্রযুক্তি ক্ষেত্রে ভারতের দক্ষতার পরিচয় পেয়েছে। প্রযুক্তি ও শিল্পোদ্যোগ ক্ষেত্রে দেশের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, দক্ষ প্রতিভা তৈরিতে সরকার উদ্যোগী হয়েছে। এমনকি, গবেষণা, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র থেকে কারখানা, পরীক্ষা ও প্যাকেজিং সহ উদ্ভাবনী ইকোব্যবস্থাপনা এবং ডিজাইনের ক্ষেত্রে উদ্যোক্তা ও স্টার্টআপ গঠনের জন্য উৎসাহদানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
CG/SS/SB


(Release ID: 1802141) Visitor Counter : 161