পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বব্যাপী শক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বাজারের পাশাপাশি, সম্ভাব্য শক্তি সরবরাহের বিঘ্নের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                26 FEB 2022 3:16PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় সরকার উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বব্যাপী শক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বাজারের পাশাপাশি, সম্ভাব্য শক্তি সরবরাহের বিঘ্নের বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 
 
নিজের দেশের নাগরিকদের জন্য ন্যায়সঙ্গত শক্তি সুনিশ্চিত করার লক্ষ্যে, স্থিতিশীল মূল্যে বর্তমান সরবরাহ ব্যবস্থাপনা সুনিশ্চিত করার জন্য ভারত যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত।
 
বাজারের অস্থিরতা কমাতে এবং অপরিশোধিত তেলের দাম কম রাখার জন্য ভারত কৌশলগতভাবে মজুত পেট্রোলিয়াম থেকে তেল ছাড়ার উদ্যোগকে সমর্থন করতেও প্রতিশ্রুতিবদ্ধ। 
 
CG/SS/SB
                
                
                
                
                
                (Release ID: 1801518)
                Visitor Counter : 189