সারওরসায়নমন্ত্রক
দেশে গবেষণা ও উদ্ভাবনের প্রসারে শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব আরও নিবিড় করার আহ্বান জানিয়েছেন ডঃ মনসুখ মান্ডভিয়া
Posted On:
25 FEB 2022 3:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া ইন্ডাস্ট্রি কানেক্ট ২০২২ : শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সম্পর্কিত এক সেমিনারের উদ্বোধন করেন। এই উপলক্ষে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা, রসায়ন ও পেট্রোরসায়ন দপ্তরের সচিব শ্রীমতী আরতী আহুজা, সাইপেত – এর মহানির্দেশক ডঃ শিশির সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়েবিনারে শ্রী মান্ডভিয়া বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে ভারত কার্যকরভাবে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করেছেন। বৈজ্ঞানিক ও চিকিৎসা মহলকে প্রধানমন্ত্রী সবরকম সাহায্য করেছেন। এর ফলে, ভারত টিকা উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী দেশগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে।
দেশের সার্বিক অগ্রগতিতে উদ্ভাবন ও প্রযুক্তির গুরুত্বের উপর জোর দিয়ে ডঃ মান্ডভিয়া শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আরও নিবিড় অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দেন। এ সম্পর্কে তিনি আরও বলেন, এ ধরনের অংশীদারিত্ব, গবেষণা ও উদ্ভাবনের প্রসারে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’, ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’ বা ভারতের উৎপাদিত পণ্য সমগ্র বিশ্বের কল্যাণে কাজে লাগানোর যে, পরিকল্পনা নিয়েছেন, তা বাস্তবায়িত করতে অদম্য জেদ এবং উৎপাদন ক্ষেত্রের গুণমান বাড়ানো প্রয়োজন। এই লক্ষ্য পূরণে এক ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে সেমিনারে বিশদে আলাপ-আলোচনা হবে বলে শ্রী মান্ডভিয়া আশা প্রকাশ করেন।
CG/BD/SB
(Release ID: 1801249)
Visitor Counter : 166