আদিবাসীবিষয়কমন্ত্রক

উপজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে শিক্ষার প্রসারের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়েছে : শ্রী অর্জুন মুন্ডা

Posted On: 23 FEB 2022 12:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা ২২শে ফেব্রুয়ারি ঝাড়খন্ডের বিভিন্ন জেলার ৭টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের এই অনুষ্ঠানে মন্ত্রী জানান, উপজাতি গোষ্ঠীর মানুষের মধ্যে শিক্ষার প্রসারের বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তাঁদের আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে সরকার ৪৫২টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই স্কুলগুলিতে আদিবাসী ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দেওয়া হয়। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ৫০টি একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ের শিলান্যাস করেছেন। ১৫ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই শিলান্যাস করেন। শ্রী মুন্ডা জানান, এই স্কুলগুলিতে উন্নতমানের লেখাপড়ার পাশাপাশি, খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ের উপর চর্চাও করা হয়। ছাত্রছাত্রীরা বিভিন্ন সামাজিক ও দেশ গড়ার কাজে অংশ নেয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদাহরণ দিয়ে শ্রী মুন্ডা বলেন, তাঁর কাজে ব্যস্ততা থাকা সত্ত্বেও এই প্রথম একজন প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার মতো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে থাকেন। আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য মন্ত্রকের বিভিন্ন বৃত্তির কথা দপ্তরের সচিব শ্রী অনীল কুমার ঝা জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী চাপমুক্তভাবে পরীক্ষায় বসার পরামর্শ দেন। তিনি নিজের ছাত্র জীবনের অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার সময় নীতিবোধ ও মূল্যবোধের প্রসঙ্গও উল্লেখ করে।

 

CG/CB/SB



(Release ID: 1800551) Visitor Counter : 162