স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৬ কোটি ১৯ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৩ লক্ষ ৮৪ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪২ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১০২
এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীনের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৫২২
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৮ শতাংশ
Posted On:
23 FEB 2022 9:22AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
ভারতে এ পর্যন্ত ১,৭৬,১৯,৩৯,০২০টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৩৩,৮৪,৭৪৪ জনকে।
স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০০,৯৮৯ জন টিকার প্রথম ডোজ, ৯৯,৫৭,৫৬৬ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪০,৯২,৯৫৫ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮০,০৮,৪৫৩ জন প্রথম ডোজ, ১,৭৫,২৫,৯৭৪ জন দ্বিতীয় ডোজ এবং ৬০,০৭,৮৩৯ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৪০,৯৫,৯২৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৩৮,৭৪,২৮৬ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,০৮,৭১,৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩,৮৭,০৩,১০৯ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২১,২১,০৩৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭,৮৯,৫৬,৮৪৪ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬২,৮৪,১৫৯ জন প্রথম ডোজ, ১১,১৪,৮০,৫৪৫ জন দ্বিতীয় ডোজ এবং ৯২,৫৭,৯৬৯ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ১,৯৩,৫৮,৭৬৩টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৩৭৭ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৪২ শতাংশ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ১০২ জন। বর্তমানে ১ লক্ষ ৬৪ হাজার ৫২২ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.৩৮ শতাংশ চিকিৎসাধীন।
দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১১ লক্ষ ৮৩ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৬ কোটি ২৪ লক্ষ ১৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১.৮ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.২৮ শতাংশ।
CG/CB/SB
(Release ID: 1800543)
Visitor Counter : 159