আদিবাসীবিষয়কমন্ত্রক

ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট (এনটিআরআই)-এর উৎকর্ষ কেন্দ্র হিসেবে ভারতীয় আদিম জনজাতি সেবা সংগঠনকে (বিএজেএসএস) প্রতিষ্ঠা করতে নতুন দিল্লির এনটিআরআই এবং বিএজেএসএস-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 23 FEB 2022 11:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

 

ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটকে (এনটিআরআই) উৎকর্ষ কেন্দ্র হিসেবে ভারতীয় আদিম জনজাতি সেবা সংগঠনের (বিএজেএসএস) উন্নয়নের জন্য নতুন দিল্লির এনটিআরআই এবং বিএজেএসএস-এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২১শে ফেব্রুয়ারি) উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা এবং উত্তরাখণ্ডের ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা শ্রী এস এস টলিয়া-র উপস্থিতিতে এনটিআরআই এবং বিএজেএসএস-এর মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা জানান, স্বাধীনতার পর থেকে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই বিএজেএসএস-এর সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বলেন, ডঃ রাজেন্দ্র প্রসাদ ছিলেন এই বিএজেএসএস-এর প্রথম চেয়ারম্যান। ১৯৪৮ সালে বিশিষ্ট সমাজকর্মী শ্রী থাক্কর বাপা এই সংগঠন প্রতিষ্ঠা করেন। দেশের আদিবাসী সম্প্রদায়ের সার্বিক উন্নতির লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, শ্রী ইউ এন ধেবর,  শ্রী মোরারজি দেশাই-এর মত বিশিষ্ট-সমাজকর্মীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ঝান্ডেলওয়ালায় এই প্রতিষ্ঠানের পাঠাগারে দুর্লভ বই এবং আদিবাসী নিদর্শন সহ একটি সংগ্রহশালা রয়েছে। এই ঐতিহ্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ না করা হলে তা হারিয়ে যেত। তাই বিএজেএসএস-কে এটিআরআই-এর উৎকর্ষতা কেন্দ্র হিসেবে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের সময় উপজাতি সংস্কৃতি এবং সেই সম্প্রদায়ের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী ছাত্র, গবেষক ও দর্শনার্থীদের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে, দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সকলের ধারণা স্পষ্ট হবে। 

উপজাতি বিষয়ক মন্ত্রকের সচিব শ্রী অনিল কুমার ঝা জানান, মন্ত্রকের নির্দেশ মতো এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই সেই স্থান পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, উত্তরাখণ্ড ও ওড়িশার ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে এই অনন্য ঐতিহ্য সংরক্ষণের পরিকল্পনা তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিএজেএসএস-এর সভাপতি শ্রী নয়ন চন্দ্র হেমব্রম মন্ত্রকের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি দেশব্যাপী বিএজেএসএস-এর কার্যকলাপ এবং স্বাধীনতার পর থেকে উপজাতি সম্প্রদায়ের বিকাশে সরকারের গৃহীত নীতি ও সমস্যাগুলির বিষয় সম্পর্কে সকলকে অবহিত করেন। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মহানির্দেশক শ্রী এস এন ত্রিপাঠী বলেন, আইআইটি কানপুর জাতীয় ডিজিটাল পাঠাগার তৈরির কাজ করছে। তাই এই সংগঠনের পাঠাগারে থাকা বইগুলিকেও ডিজিটালাইজ করা হবে। উপজাতি বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব এই প্রকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা করেন। বিএজেএসএস-এর পাঠাগারে থাকা দুর্লভ বইগুলির ডিজিটাইজেশন এবং সংরক্ষণের জন্য মন্ত্রক দেড় লক্ষ টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি উপজাতি সংগ্রহশালা, ই-লাইব্রেরির বিকাশসাধন, প্রত্নত্বাত্তিক বিষয়বস্তুগুলির ডিজিটাইজেশন এবং ইন্টারেক্টিভ কিয়স্ক তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।  

 

CG/SS/SKD/



(Release ID: 1800541) Visitor Counter : 158