জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর জল’-এর আওতায় জল ও স্যানিটেশনের উপর কেন্দ্রীয় বাজেট ২০২২-এর ইতিবাচক প্রভাব নিয়ে ওয়েবিনারে ভাষণ দেবেন

Posted On: 22 FEB 2022 7:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২

 

জল এবং স্যানিটেশনের উপর কেন্দ্রীয় বাজেট ২০২২-এর ইতিবাচক প্রভাব নিয়ে বুধবার (২৩ ফেব্রুয়ারি) একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আত্মনির্ভর ভারত গঠনের অঙ্গ হিসেবে প্রতিটি গ্রামীণ পরিবারে নলের মাধ্যমে দৈনিক মাথাপিছু ৫৫ লিটার (এলপিসিডি) পরিশুদ্ধ জল সরবরাহ করার উদ্দেশ্যে আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্য অর্জনের অঙ্গ হিসেবে এই ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে ওয়েবিনারে ভাষণ দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত, জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল, শ্রী বিশ্বেশ্বর টুডু সহ রাষ্ট্রসঙ্ঘ, ইউনিসেফের ‘ওয়াশ’ কর্মসূচির প্রতিনিধি, এর সঙ্গে যুক্ত প্রযুক্তিগত বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন। 

সকাল ১১টায়, এই ক্ষেত্র যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বেসরকারি ক্ষেত্রের প্রতিনিধি ও তৃণমূল স্তরের বিভিন্ন সংস্থার ব্যক্তিরা বাজেট এবং গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নিরাপদ পানীয় জল সরবরাহের বিষয় নিয়ে মতামত জানাবেন। জল জীবন মিশন বাস্তবায়নের বিষয় নিয়েও পরামর্শ দেবেন তারা। উল্লেখ্য, একাধিক রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়নে পঞ্চায়েতরাজ প্রতিষ্ঠানকে যুক্ত করেছে। এমনকি জল কমিটি গঠন এবং গ্রামীণ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য শহরের সামাজিক সংস্থাগুলিকে যুক্ত করা হয়েছে। এই ওয়েবিনারে এইসব সংগঠনের সদস্যরাও তাদের ক্ষেত্রীয় পর্যায়ে কাজ সম্পর্কে মতামত জানাবেন। 

‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’-এর উদাহরণ অনুসারে বলা যায়, ১০০টি জেলা, ১ হাজার ১৪৪টি ব্লক, ৬৬ হাজার ৬৪৭টি গ্রাম পঞ্চায়েত এবং ১ লক্ষ ৩৭ হাজার ৬৪২টি গ্রামে ‘হর ঘর জল’-এ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। ৩০ মাসের অল্প সময়ের মধ্যে দেশের ৯ কোটি গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া গেছে। গোয়া, তেলেঙ্গানা ও হরিয়ানা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ এবং পুদুচেরিকে ১০০ শতাংশ নলবাহিত জল সরবরাহের সুবিধার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। এবছর এখনও পর্যন্ত ‘হর ঘর জল’ কর্মসূচি পাঞ্জাবে ৯৯ শতাংশ, হিমাচল প্রদেশে ৯৩ শতাংশ, গুজরাটে ৯২ শতাংশ এবং বিহারে ৯০ শতাংশে পৌঁছেছে। 

 

CG/SS/SKD/


(Release ID: 1800466) Visitor Counter : 160