আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

২০২২-এর কেন্দ্রীয় বাজেটের ঘোষণাগুলির রূপায়ণ নিয়ে ওয়েবিনার


প্রধানমন্ত্রী ওয়েবিনারে উদ্বোধনী ভাষণ দেবেন

Posted On: 22 FEB 2022 4:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রক এবং গ্রামোন্নয়নের মন্ত্রকের পক্ষ থেকে আয়োজিত এক ওয়েবিনারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল উদ্বোধনী ভাষণ দেবেন। ২০২২-২৩-এর কেন্দ্রীয় বাজেটে ঘোষিত উদ্যোগগুলির কার্যকর রূপায়ণের জন্য বিভিন্ন পন্থাপদ্ধতি নিয়ে আলাপ-আলোচনা করতে ভারত সরকার একগুচ্ছ ওয়েবিনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর অঙ্গ হিসেবে আগামীকাল, ‘কোনও নাগরিকই যেন বাদ না পড়েন’ শীর্ষক বিষয়ে ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে।

এই ওয়েবিনারে সরকারি আধিকারিক, বিভিন্ন মন্ত্রক, প্রতিষ্ঠান, পরামর্শদাতা সংস্থা, সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ, রিয়েল এস্টেট বা আবাসন নির্মাণ ক্ষেত্রের প্রতিনিধিরা যোগ দেবেন। এই ওয়েবিনারে গ্রাম ও শহরাঞ্চলের উন্নয়নের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়ে একাধিক সভার আয়োজন করা হয়েছে। সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা শহর ও গ্রামাঞ্চলে পরিকাঠামোর উন্নয়ন সহ পানীয় জল সরবরাহ, সুলভ আবাসন, রেল, মোবাইল, ব্রডব্যান্ড যোগাযোগ, দরিদ্র মানুষ বিশেষ করে, মহিলাদের জন্য বিকল্প জীবন-জীবিকার সুবিধা, ব্যাঙ্কিং পরিষেবা, সাধারণ মানুষের জন্য ভূমি নিয়ন্ত্রণ আইন শিথিল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে। 

ওয়েবিনারে মোট ছয়টি সভার আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারের সভাগুলিতে বাজেট ঘোষণার রূপায়ণের পন্থাপদ্ধতি ও কৌশল নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন। ‘সকলের জন্য আবাসন’ নিয়ে যে সভার আয়োজন করা হয়েছে তাতে শহর ও গ্রামাঞ্চলের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। ‘সকলের জন্য আবাসন’-এর পরিকল্পনা বাস্তবায়িত করতে সুলভ আবাসনের সংখ্যা বাড়ানো, নগর পরিকল্পনা ও পরিকাঠামোগত উন্নয়ন এবং আবাসন প্রকল্পগুলিতে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বাড়ানো নিয়ে আলোচনা হবে। 

২০২২-২৩-এর কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন শহরাঞ্চলীয় আবাসনের গুরুত্ব স্বীকার করে নিয়ে একাধিক ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, নগরায়নের ফলে আবাসনের চাহিদাও বাড়ছে। এই প্রেক্ষিতে তিনি অমৃতকালের আগামী ২৫ বছরে, অর্থাৎ ভারত যখন স্বাধীনতার শততম বর্ষ উদযাপন করবে তখন আবাসন ক্ষেত্রের সুষ্ঠু বিকাশে এক ভবিষ্যৎমুখী রূপরেখা প্রণয়নের দিশা-নির্দেশ দিয়েছিলেন। অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় জানিয়েছিলেন, শহর ও গ্রামাঞ্চলে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় চিহ্নিত যোগ্য সুফলভোগীদের জন্য ২০২২-২৩-এ ৮০ লক্ষ গৃহ নির্মাণের কাজ শেষ করা হবে এবং এই লক্ষ্যে ৪৮ হাজার কোটি টাকার তহবিল সংস্থান করা হবে। এই ৪৮ হাজার কোটি টাকার মধ্যে শহরাঞ্চলীয় আবাসনের জন্য ২৮ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে। আবাসনের সুবিধা কেবল সুফলভোগীদের নিরাপদ আশ্রয়ই দেবে না, সেইসঙ্গে ৮০ লক্ষ সুফলভোগীর জীবনযাপনের মানও বাড়াবে। সার্বিকভাবে এই আবাসন কর্মসূচিতে দেশের প্রায় ৪ কোটি নাগরিক উপকৃত হবেন। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় ২০২২-২৩-এ ৮০ লক্ষ গৃহ নির্মাণের লক্ষ্য স্থির হয়েছে। এর মধ্যে শহর এলাকায় ২৮ লক্ষ এবং গ্রামীণ এলাকায় ৫২ লক্ষ গৃহ নির্মাণ করা হবে।

‘সকলের জন্য আবাসন ও বাজেট ঘোষণা’ সম্পর্কে সভার সূত্রপাত করে বেলা ১১টায় ওয়েবিনারের সূচনা হবে। এরপর বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত পেশ করবেন। ওয়েবিনারের বক্তা ও বিশেষজ্ঞদের মধ্যে থাকছেন অন্ধ্রপ্রদেশ সরকারের আবাসন বিষয়ক বিশেষ মুখ্য সচিব শ্রী অজয় জৈন, ক্রিডাই-এর সভাপতি শ্রী হর্ষবর্ধন পাতৌদিয়া প্রমুখ। 

দু’ঘন্টার এই ওয়েবিনারে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছে। যে কোনও আগ্রহী ব্যক্তি নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করে সভায় যোগদানের জন্য নাম নথিভুক্ত করতে পারেন - https://pmayu.webex.com/pmayu/j.php?RGID=r7fcea2cedbeb286316ae7eed8f1b12d7

 

CG/BD/DM/



(Release ID: 1800350) Visitor Counter : 137