সংস্কৃতিমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে
Posted On:
20 FEB 2022 11:10AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২২
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ২১ ও ২২ ফেব্রুয়ারি নতুন দিল্লীর ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসে দু-দিনের এক কর্মসূচির আয়োজন করছে।
বিবিধ ভাষার প্রসারে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। সারা বিশ্বের মানুষ যত ভাষা ব্যবহার করেন সেগুলির সংরক্ষণ ও প্রসারে এক সর্বাঙ্গীন উদ্যোগ হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়ে আসছে। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ধারণা দেয়। এরপর, রাষ্ট্রসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কিত প্রতিষ্ঠান ইউনেস্কো ২০০০ সালে ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মূল ভাবনা বহু ভাষায় শিক্ষণের জন্য প্রযুক্তির প্রয়োগ : চ্যালেঞ্জ ও সুবিধা। এবছর বহু ভাষায় শিক্ষণে প্রযুক্তির প্রয়োগ বিষয়টিকে মূল ভাবনা হিসেবে গ্রহণ করার উদ্দেশ্যই হল বিবিধ ভাষা শিক্ষার প্রসারে প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা এবং গুণগত মানের শিক্ষণের জন্য প্রয়োজনীয় সহায়তা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ইউনেস্কোর নতুন দিল্লির কার্যালয়ের সঙ্গে সহযোগিতায় দু-দিনের কর্মসূচির আয়োজন করেছে। ভার্চুয়াল এবং সরাসরি যোগ দেওয়ার মাধ্যমে কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব শ্রী গোবিন্দ মোহন মূল ভাষণ দেবেন। এরপর, ইউনেস্কোর দিল্লি কার্যালয়ের অধিকর্তা মিঃ এরিক ফল্ট ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন। বিশিষ্ট গীতিকার ও কবি প্রসূন যোশী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রীমতী মিণাক্ষী লেখি সন্ধ্যায় 'একম ভারতম' অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি সেখানে বন্দে ভারতম সাউন্ড ট্র্যাক আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন। গ্র্যামি পুরস্কার জয়ী রিকি কেজ এবং বিশিষ্ট তবলা বাদক বিক্রম ঘোষ যৌথ ভাবে এই সাউন্ট ট্র্যাক তৈরি করেছেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করবেন।
এছাড়াও বিশিষ্ট লেখক, চিন্তাবিদ, রাজনীতিক, সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। আলোচনাসভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
CG/BD/AS/
(Release ID: 1799859)
Visitor Counter : 536