অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়কর বিভাগের ই- ফাইলিং পোর্টালে ২৯.৮ লক্ষেরও বেশি মেজর ট্যাক্স অডিট রিপোর্ট পেশ করা হয়েছে

Posted On: 16 FEB 2022 4:52PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

 

আয়কর বিভাগের ই- ফাইলিং পোর্টালে ২৯.৮ লক্ষেরও বেশি মেজর ট্যাক্স অডিট রিপোর্ট পেশ করা হয়েছে। চলতি বছরের ১৫-ই ফেব্রুয়ারি পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে। শেষ দিনে ৪.১৪ লক্ষ মেজর ট্যাক্স অডিট রিপোর্ট ফাইল করা হয়েছে।

আয়কর বিভাগে যে ২৯.৮ লক্ষ মেজর ই-ফাইলিং করা হয়েছে, তারমধ্যে ২.৬৫ লক্ষ থ্রিসিএ- থ্রিসিডি এবং ২৪.৫ লক্ষ থ্রিসিবি- থ্রিসিডি আবেদনপত্র পূরণ করা হয়েছে। সবটাই ২০২১-২২ অর্থবছরের জন্য। এর পাশাপাশি, ২.৭১ লক্ষেরও বেশি অন্যান্য ট্যাক্স অডিট রিপোর্ট পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ফ্রম টেন বি, টোয়েন্টি নাইন বি, টোয়েন্টি নাইন সি, থ্রি সিইবি, টেন সিসিবি, টেন বিবি। গত ১৫-ই ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত এগুলি জমা দেওয়া হয়েছে।

বিগত ১৫-ই ফেব্রুয়ারি, ৩৪ হাজার ৮৪২ টি থ্রিসিএ- থ্রিসিডি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া, ১৮ হাজার ৬৪৪ টি টেন-বি, ১১ হাজার ৮৫২ টি টোয়েন্টি নাইন বি, ৪৭৮ টি টোয়েন্টি নাইন সি, ১০ হাজার ৫৪২টি থ্রিসিইবি, ৮৭৩টি টেন সিসি বি এবং ৫৭০টি টেন বিবি আবেদনপত্র জমা করা হয়েছে। শেষ পাঁচ দিনে ৩০ শতাংশ অতিরিক্ত আবেদনপত্র জমা পড়েছে।

এর পাশাপাশি আয়কর দপ্তরের পক্ষ থেকে ২০২১-২২ আর্থিক বছরের জন্য জমা পড়া ৬.২৬ কোটি আয়কর রিটার্নের মধ্যে ৫.৪১ কোটি যাচাই করা সম্ভব হয়েছে। যাচাইকৃত আয় কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন- এর মধ্যে ৪.৫০ কোটিরও বেশি ইনকাম ট্যাক্স রিটার্ন প্রক্রিয়া করা হয়েছে। এছাড়া, ২০২১-২২ আর্থিক বছরের জন্য ১.৫৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।

আয়কর বিভাগকে সহায়তা করার জন্য সমস্ত করদাতা এবং পেশাদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 

CG/ SB


(Release ID: 1798943) Visitor Counter : 149