সংসদবিষয়কমন্ত্রক

ভারতে প্রথমবার ১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী একটি কর্মশিবিরে কেরিয়ার কাউন্সেলিং-এ অংশ নিলেন; শ্রী অর্জুন রাম মেঘওয়াল কেরিয়ার কাউন্সেলিং কর্মশিবির ‘পরামর্শ ২০২২’ – এর উদ্বোধন করেছেন

Posted On: 16 FEB 2022 12:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় সংস্কৃতি ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল মঙ্গলবার বিকানির জেলার ছাত্রছাত্রীদের জন্য কেরিয়ার কাউন্সেলিং কর্মশিবির ‘পরামর্শ ২০২২’-এর সূচনা করেছেন। এই কর্মশিবিরে বিকানির জেলার মূলত গ্রামীণ এলাকার ১ হাজারেরও বেশি বিদ্যালয়ের ১ লক্ষেরও বেশি পড়ুয়া অংশ নেয়। 

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন ন্যাশনাল ইন্সটিটিউট অফ কেরিয়ার সার্ভিসেস (এনআইসিএস) – এর সহযোগিতায় কর্মশিবির আয়োজিত হয়। রাজস্থান সরকারের শিক্ষা নির্দেশালয়ের পক্ষ থেকে কর্মশিবির আয়োজনে সহযোগিতা করা হয়। 

এই কর্মশিবিরে ১ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী অংশ নেয়। এদের অধিকাংশই গ্রামীণ এলাকার। শিবিরে শ্রী মেঘওয়াল বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশ গঠন প্রক্রিয়ায় যুবসমাজের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। 

ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে সমগ্র দেশ আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার শততম বর্ষে পৌঁছবে, সেই সময়ের কথা বিবেচনায় রেখে অমৃতকালের আগামী ২৫ বছরে দেশের অগ্রগতি ও দৃঢ় সংকল্প জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় এসেছে। 

শ্রী মেঘওয়াল আরও বলেন, নতুন ভারত গঠনে যুবসম্প্রদায়ের ভূমিকা চলতি প্রযুক্তিগত পরিবর্তন এবং ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর ছাত্রছাত্রীদের শিক্ষণ পদ্ধতিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। চতুর্থ শিল্প বিপ্লব যখন ঘটছে, তখন বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন নতুন দিক উন্মোচিত হচ্ছে। স্টার্টআপ ক্ষেত্রে অনুকূল ব্যবস্থা গড়ে ওঠার ফলে দেশে ইউনিকর্নের সংখ্যা বাড়ছে, যা এক ইতিবাচক ইঙ্গিত। এ ধরনের ইউনিকর্ন গড়ে ওঠার মধ্য দিয়ে নবীন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা প্রতিফলিত হয় বলেও তিনি অভিমত প্রকাশ করেন। 

কর্মশিবিরে যোগ দেওয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে, যেমন – ব্যবসা-বাণিজ্য, পরিকল্পনা প্রণয়ন, শিল্পকলা, মিডিয়া, চিকিৎসা, স্থাপত্য, জৈব প্রযুক্তি, অর্থ ব্যবস্থা এবং বিপণন সম্পর্কে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় জ্ঞান ও পরামর্শ দেয়। শিবিরে যোগ দিয়ে একাধিক বিশিষ্ট শিল্পপতি ছাত্রছাত্রীদের আরও সৃজনশীল ধ্যানধারণার মানসিকতা গড়ে তুলতে প্রেরণা যোগান। 

মেগা এই কর্মশিবির আয়োজনের পূর্বে বিকানির জেলার সমস্ত বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষক-শিক্ষিকাকে পরামর্শ কাউন্সেলিং কর্মসূচির সফল রূপায়ণের জন্য কেরিয়ার অ্যাম্বাসাডার হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়। পরামর্শ কর্মশিবির এমন একটি কর্মসূচি, যার উদ্দেশ্যই হ’ল শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সেতুবন্ধন করা এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধ করে তোলা। 

 

CG/BD/SB



(Release ID: 1798774) Visitor Counter : 180