সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

দিব্যাঙ্গদের সহায়ক সাজসরঞ্জাম ও উপকরণ বিতরণের জন্য বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ণ দপ্তরের পক্ষ থেকে সামাজিক অধিকারিতা শিবির আয়োজন

Posted On: 14 FEB 2022 6:01PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৪ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ দপ্তরের এডিআইপি কর্মসূচির আওতায় দিব্যাঙ্গদের সহায়ক সাজসরঞ্জাম ও উপকরণ বিতরণের জন্য বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ণ দপ্তর মধ্যপ্রদেশের নিওয়াড়িতে শাসকিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আগামীকাল বেলা ১১টায় নিওয়াড়ি জেলা প্রশাসন এবং এএলআইএমসিও সংস্থার সহযোগিতায় এক সামাজিক অধিকারিতা শিবির আয়োজন করেছে। 
 
এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন নিওয়াড়ির বিধায়ক শ্রী অনীল জৈন এবং পৃথ্বীপুরের বিধায়ক ডঃ শিশুপাল যাদব। 
 
বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বিভিন্ন সহায়ক সাজসরঞ্জাম ও উপকরণ বিতরণের এই অনুষ্ঠানে এএলআইএমসিও সংস্থার জেনারেল ম্যানেজার (বিপণন) লেঃ কর্ণেল পি কে দুবে, সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর শ্রী রঞ্জন সেহগল এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। 
 
এই শিবিরে মধ্যপ্রদেশের নিওয়াড়ি জেলার চিহ্নিত ৪০৯ জন দিব্যাঙ্গ ব্যক্তির মধ্যে ৪৪ লক্ষ ৪৮ হাজার টাকার ৭৩৭টি সহায়ক সাজসরঞ্জাম ও উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে। 
 
 
 CG/BD/AS/


(Release ID: 1798396) Visitor Counter : 111