কয়লামন্ত্রক
কয়লা মন্ত্রকের সর্বশেষ প্রচেষ্টায় ৫টি রাজ্যে ১০টি কয়লা খনির সফল নিলাম হয়েছে
Posted On:
12 FEB 2022 1:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২২
কয়লা মন্ত্রক গত বছরের ১২ অক্টোবর সিএমএসপি আইনের ত্রয়োদশ পর্বে এবং এমএমডিআর আইনের তৃতীয় পর্বের আওতায় বাণিজ্যিক খননের জন্য কয়লা খনির নিলাম প্রক্রিয়া শুরু করে। এধরণের মোট ১০ কয়লা খনি ই-নিলামের জন্য রাখা হয়। এরমধ্যে ৬টি খনি সিএমএসপি আইনের আওতায় এবং বাকি ৪টি এমএমডিআর আইনের আওতায়। নিলামের জন্য রাখা ১০টি কয়লা খনির মধ্যে ৯টি কয়লা খনিতে সঞ্চিত ভান্ডারের পরিমাণ সম্পূর্ণভাবে খতিয়ে দেখা হয়েছে এবং একটি কয়লা খনির ক্ষেত্রে সঞ্চিত ভান্ডারের পরিমাণ আংশিক বিশ্লেষণ করে দেখা হয়েছে। এই ১০টি কয়লা খনিতে সঞ্চিত ভান্ডারের পরিমাণ ১৭১৬.২১১ মিলিয়ন টন।
বাণিজ্যিক কয়লা খনি নিলাম প্রক্রিয়ার আওতায় উপরোক্ত ১০টি কয়লা খনি সহ মোট ৪২টি খনির নিলাম প্রক্রিয়া এখনও পর্যন্ত সফল ভাবে শেষ হয়েছে। এই কয়লা খনিগুলিতে সঞ্চিত মোট বার্ষিক পিআরসি-র পরিমাণ ৮৬.৪০৪ মিলিয়ন টন।
CG/BD/AS/
(Release ID: 1797930)
Visitor Counter : 252