স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭১ কোটি ৭৯ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ লক্ষ ১৮ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.১৭ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৭৭
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ৫.৭৬ শতাংশ
Posted On:
11 FEB 2022 9:43AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪৮ লক্ষ ১৮ হাজার ৮৭৬। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭১ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ৪৩২।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,০৩,৯৮,৯২২
৯৯,২১,২৪৩
৩৮,০৯,২৩৯
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,৮৪,০৪,১৩৯
১,৭৩,৫৬,৬৯৩
৫১,৫০,৬০৭
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫,১৩,১৭,৬৭৭
১,২০,৫১,০৩২
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৪,৭০,৪১,২৩৮
৪২,২৯,৫০,৬৯৫
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২০,১৪,১৪,৬৯৮
১৭,৫৫,২৪,৪০৬
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২,৫৭,২৫,৮৯৩
১০,৯৩,৫৩,০৩৭
৭৫,৩১,৯১৩
|
|
প্রিকশন ডোজ
|
১,৬৪,৯১,৭৫৯
|
মোট
|
|
১,৭১,৭৯,৫১,৪৩২
|
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪০৭ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৭.১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৭৭ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ হয়েছে, যা মোট আক্রান্তের ১.৬৪ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ লক্ষ ৯১ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৪ কোটি ৭৮ লক্ষ ৭০ হাজার ৪৭।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৫.৭৬ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ৩.৮৯ শতাংশ।
CG/BD/SB
(Release ID: 1797643)
Visitor Counter : 194
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Malayalam