পরিবেশওঅরণ্যমন্ত্রক
ম্যানগ্রোভ সংরক্ষণ ও সুরক্ষা
Posted On:
10 FEB 2022 1:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২
সরকার প্রচার এবং নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের মাধ্যমে দেশে বন রক্ষা, সংরক্ষণ এবং বৃদ্ধির উদ্যোগ নিয়েছে । ‘ম্যানগ্রোভস এবং প্রবাল প্রাচীর সংরক্ষণ ও ব্যবস্থাপনা’ সম্পর্কিত জাতীয় উপকূলীয় মিশন কর্মসূচির আওতায় একটি কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে প্রচারমূলক পদক্ষেপগুলি বাস্তবায়িত করা হচ্ছে । এই কর্মসূচির অধীনে সমস্ত উপকূলীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ম্যানগ্রোভ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বার্ষিক ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা(এমএপি) প্রণয়ন ও প্রয়োগ করা হয় ।
১৯৮৬ সালের পরিবেশ(সুরক্ষা)আইন এর আওতায় উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চল (সিআরজেড)-এর বিষয়ে ২০১৯ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বেশকিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা বাস্তবায়িত হয় । পাশাপাশি ১৯৭২ সালের বন্য জীবন(সুরক্ষা)আইন, ভারতীয় বন আইন ১৯২৭, জৈবিক বৈচিত্র্য আইন ২০০২-এর আওতায় নিয়মগুলি সময়ে সময়ে সংশোধিত হয়েছে ।
ভারতে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার-এর দেওয়া তথ্য অনুযায়ী মহারাষ্ট্র, গোয়া, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কর্নাটক এই ৯টি রাজ্যে ম্যাজিক্যাল ম্যানগ্রোভ অভিযানের মাধ্যমে ম্যানগ্রোভ সংরক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । প্রায় ১৮০ জন স্বেচ্ছাসেবককে ম্যানগ্রোভ সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তারা সম্প্রদায়ের অন্য সদস্যদের এবিষয়ে অনুপ্রাণিত করে তুলেছেন । এছাড়াও ম্যাজিক্যাল ম্যানগ্রোভস অভিযান ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে ২২০টিরও বেশি ওয়েবিনারের মাধ্যমে প্রায় ১৫,৬০০ জন নাগরিককে সংবেদনশীল করে তুলেছে ।
ম্যানগ্রোভ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সরকার সমীক্ষা, সীমানা নির্ধারণ, বিকল্প ও পরিপূরক জীবিকা, সুরক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ও সচেতনতামূলক কাজ সহ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকূলীয় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা দিয়েছে ।
মন্ত্রক উপকূলীয় সম্পদের সংরক্ষণ ও সুরক্ষার লক্ষ্যে গুজরাট, ওড়িশা ও পশ্চিমবঙ্গ-এই তিনটি রাজ্যের উপকূলীয় অঞ্চলে একটি সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা প্রকল্প কার্যকরি করার মধ্যে দিয়ে ম্যানগ্রোভ রোপণের কাজ চালাচ্ছে ।
মহারাষ্ট্র সরকার ম্যানগ্রোভ সংরক্ষণের জন্য বেশকিছু সক্রিয় পদক্ষেপ নিয়েছে । ম্যানগ্রোভ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্যোগও গ্রহণ করেছে তারা । কেরালার ভেমবন্দ ও কান্নুর অঞ্চলে ম্যানগ্রোভের সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং ম্যানগ্রোভের চারাগাছ উপকূলীয় এলাকায় রোপণের জন্য সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হয়েছে । ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে দেশে ম্যানগ্রোভ এলাকার পরিমাণ প্রায় ১৭ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে ।
CG/SS/RAB
(Release ID: 1797548)
Visitor Counter : 976