সহযোগ মন্ত্রক

সমবায়গুলির পুনরুজ্জীবন

Posted On: 09 FEB 2022 3:35PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২

 

দেশে সমবায়ের একটি ঐতিহ্যশালী পরিবেশ রয়েছে। ভারতে দু’ধরণের সমবায় রয়েছে – রাজ্যস্তরে সমবায়  সমিতি এবং একাধিক রাজ্যে বিস্তৃত সমবায় সমিতি। যেসব সমবায়গুলি একটি রাজ্যে সক্রিয় সেগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকারের নির্দিষ্ট আইন অনুযায়ী পরিচালিত হয়। যেসব সমবায় একাধিক রাজ্যে সক্রিয়, সেই সব সমবায়গুলি ২০০২ সালের মাল্টিস্টেট কো-অপারেটিভ সোসাইটিজ অ্যাক্টের ৩৯ নম্বর ধারা অনুযায়ী পরিচালিত হয়। তবে, দেশজুড়ে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার জন্য সরকার পৃথক সমবায় মন্ত্রক গঠন করেছে। এই মন্ত্রকের অধীনে সম্পূর্ণ আলাদা প্রশাসন ও আইনি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।   

২০১৮ সালের ন্যাশনাল কো-অপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী দেশে ৮ লক্ষ ৫৪ হাজার সমবায় সমিতি রয়েছে। এদের মধ্যে কিছু কিছু সমিতিতে যথাযথ প্রশাসন বা নেতৃত্বদানের সমস্যা আছে। কোনো কোনো সমবায় সমিতিতে পেশাদারিত্বের অভাব রয়েছে, কোনোটির আবার প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছে।   

জাতীয় স্তরে নতুন সমবায় নীতির জন্য খসড়া তৈরি করা হচ্ছে। এর মধ্য দিয়ে তৃণমূল স্তরে জনমুখী সমবায় আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে। মেক ইন ইন্ডিয়া কর্মসূচির বাস্তবায়নের জন্য সমবায় ভিত্তিক অর্থনীতির মডেল তৈরি করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্র এই খসড়া তৈরির কাজে  সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে।  

সমবায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দক্ষ করে তোলার জন্য মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে। ইতিমধ্যে ৬৩ হাজার সক্রিয় প্রাইমারি এগরিকালচার ক্রেডিট সোসাইটির ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় স্তরে একটি তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।

 

CG/CB/SKD/



(Release ID: 1797068) Visitor Counter : 174