সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

যানবাহনের জ্বালানি হিসেবে হাইড্রোজেন

Posted On: 09 FEB 2022 2:43PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
 
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার নম্বর-৮৮৯(ই) তারিখ-১৬ই সেপ্টেম্বর, ২০১৬। এই বিজ্ঞপ্তি অনুসারে দেশে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের কথা বলা হয়েছে। উল্লেখিত বিজ্ঞপ্তিতে সিএনজি-র সঙ্গে হাইড্রোজেনের ১৮ শতাংশ মিশ্রন এর কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে ২৫-শে সেপ্টেম্বর, ২০২০-তে অপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ( ৫৭৯-ই) জ্বালানি হিসেব হাইড্রোজেন ব্যবহারের নিয়মগুলি প্রকাশ করা হয়েছে।
 
হাইড্রোজেন ভিত্তিক পরিবহন এবং জ্বালানি কোষের উন্নয়ন সহ পুনর্নবীকরণযোগ্য শক্তির বিভিন্ন দিক গুলিকে ব্যবহার করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।
 
১/ ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি প্লান্ট স্থাপন করেছে।
২/ এ আর সি আই সেন্টার, চেন্নাই এর পক্ষ থেকে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ফুয়েল সেল স্ট্যাক্স নির্মাণ করা হয়েছে।
৩/ ফটো ইলেকট্রো কেমিক্যালের মাধ্যমে দয়ালাবাগ এডুকেশনাল ইনস্টিটিউশন হাইড্রোজেন উৎপাদন শুরু করেছে।
৪/ গুরগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি ইলেক্ট্রোলাইজার সহ অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি উৎপাদন শুরু করেছে।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1797050) Visitor Counter : 173