সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

বন এবং অভয়ারণ্যের মধ্যে দিয়ে অতিক্রান্ত জাতীয় সড়ক

प्रविष्टि तिथि: 09 FEB 2022 2:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রায় একশ টি জাতীয় সড়কের কিছু অংশ বন এবং অভয়ারণ্য হিসেবে ঘোষিত বনাঞ্চলের মধ্যে দিয়ে গেছে।
 
বন্য প্রাণীর ওপর হাইওয়ে উন্নয়নের প্রভাব কমাতে মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের এলাকায় রাস্তার সারিবদ্ধতা এড়াতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে, প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে বাইপাস নির্মাণ করা যেতে পারে। ওই সব অঞ্চলে কাজ করতে হলে বন্যপ্রাণী সুরক্ষা আইন-১৯৭২, বন রূপান্তর আইন- ১৯৮০ এবং পরিবেশ সুরক্ষা আইন- ১৯৮৬-র অধীনে প্রয়োজনীয় সমস্ত ছাড়পত্র কাজ শুরুর আগেই নিতে হবে।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB

(रिलीज़ आईडी: 1797049) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Tamil , Telugu , Malayalam