ইস্পাতমন্ত্রক
২০২২ অর্থবর্ষের প্রথম নয় মাসে লেনদেন খাতে এনডিএমসি-র ১২৫ শতাংশ বৃদ্ধি
Posted On:
09 FEB 2022 12:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
ইস্পাত মন্ত্রকের অধীন দেশের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদক সংস্থা জাতীয় খনিজ উন্নয়ন নিগম (এনএমডিসি) ২০২২ অর্থবর্ষের প্রথম ন’মাসে লেনদেন খাতে ১২৫ শতাংশ অগ্রগতি করেছে। আলোচ্য এই নয় মাসে নিগমের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭৯ কোটি টাকা। ২০২১ অর্থবর্ষের একই সময়ে লেনদেনের পরিমাণ ছিল ৮ হাজার ৫২২ কোটি টাকা। এদিকে কর মেটানোর আগে নিগমের ২০২২ অর্থবর্ষের প্রথম নয় মাসে মুনাফার পরিমাণ পূর্ববর্তী অর্থবর্ষের আলোচ্য সময়ের তুলনায় ১১৮ শতাংশ বেড়ে ১০ হাজার ১০১ কোটি টাকা হয়েছে।
নিগম ২০২২ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ১০.৬৫ মিলিয়ন টন লৌহ আকরিক উৎপাদন করেছে এবং বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৯.৮৫ মিলিয়ন টন। সামগ্রিকভাবে প্রথম তিনটি ত্রৈমাসিকে নিগমের লৌহ আকরিক উৎপাদন ও বিক্রির পরিমাণ যথাক্রমে ২৮.৩৩ মিলিয়ন টন ও ২৮.২৮ মিলিয়ন টন।
নিগমের বোর্ড মিটিং গতকাল আয়োজিত হয়। সেখানে শেয়ার প্রতি ৫ টাকা ৭৩ পয়সা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হয়। বোর্ডের পূর্ববর্তী বৈঠকে প্রথম অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাসে শেয়ার প্রতি ৯ টাকা ১ পয়সা ঘোষণা করা হয়। এর ফলে, ২০২১-২২ অর্থবর্ষে শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ ১৪ টাকা ৭৪ পয়সা হয়েছে। লভ্যাংশের এই পরিমাণ সংস্থাটির সূচনার পর থেকে এ যাবৎ সর্বাধিক। লভ্যাংশ বাবদ নিগমের পক্ষ থেকে ৪ হাজার ৩২০ কোটি টাকা মেটনো হয়েছে।
নিগমের এই সাফল্যের প্রশংসা করে চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর শ্রী সুমিত দেব বলেছেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। সংস্থাটি চলতি অর্থবর্ষে উৎপাদনের ধার্য লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে। গুরুত্বপূর্ণ মূলধনী প্রকল্পগুলির রূপায়ণ অব্যাহত থাকবে। সেই সঙ্গে, সমগ্র কাজকর্মে ডিজিটাইজেশনের প্রসার ঘটানো হবে।
CG/BD/SB
(Release ID: 1796955)
Visitor Counter : 141