রেলমন্ত্রক
পশ্চিম রেলের মুম্বাই ডিভিশনের শততম টেক্সটাইল এক্সপ্রেস পরিষেবা
রেল পাঁচ মাসের মধ্যে এই মাইলফলক অর্জন করেছে
Posted On:
09 FEB 2022 12:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
পশ্চিম রেলের মুম্বাই সেন্ট্রাল ডিভিশন সুরাটের চালথান থেকে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁকরাইল পর্যন্ত শততম টেক্সটাইল এক্সপ্রেস পরিষেবা দিয়ে আরও একটি মাইলফলক অর্জন করেছে। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় বস্ত্র ও রেল প্রতিমন্ত্রী শ্রীমতী দর্শনা জার্ডস গত বছরের পয়লা সেপ্টেম্বর প্রথম টেক্সটাইল এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছিলেন।
পাঁচ মাসের মধ্যেই শততম টেক্সটাইল এক্সপ্রেস পরিষেবার মাধ্যমে ভারতীয় রেলের উপর সুরাট টেক্সটাইল ক্ষেত্রের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত হয়। টেক্সটাইল এক্সপ্রেস পরিষেবাগুলির গুরুত্বপূর্ণ গন্তব্যের মধ্যে রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের সাঁকরাইল ও শালিমার এবং পূর্ব-মধ্য রেলের দানাপুর ও নারায়ণপুর। চালথান থেকে ৬৭টি এবং উধনা থেকে ৩৩টি রেক বোঝাই করা হয়েছে। টেক্সটাইল এক্সপ্রেস পরিষেবা থেকে রেলের রাজস্বের পরিমাণ ১০ কোটি ২০ লক্ষ টাকা।
CG/BD/SB
(Release ID: 1796953)
Visitor Counter : 161