স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশে ডিজিটাল স্বাস্থ্যসেবা পরিষেবার বৃদ্ধি

प्रविष्टि तिथि: 08 FEB 2022 12:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারত সরকার সারাদেশে স্বাস্থ্যপরিসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করেছে। ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বাস্তবায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা কে গুরুত্ব দিতে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় হেলথ আইডি, হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি, হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি এবং ডাটা এক্সচেঞ্জের জন্য ডিজিটাল পরিকাঠামো তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য, কম খরচে নির্ভুল রোগ নির্ণয় ব্যবস্থা করা এবং সেই অনুযায়ী চিকিৎসা পরিষেবা দেওয়া।

ভারত সরকার সক্রিয়ভাবে সঞ্জীবনী টেলিমেডিসিন প্লাটফর্ম চালু করেছে, যাতে নাগরিকরা করোনা এবং করোনা বিহীন রোগের বিনামূল্যে পরিষেবা পেতে পারেন। এই ব্যবস্থা বর্তমানে ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে। এর মাধ্যমে রোগীরা ঘরে বসে অনলাইনে চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার এই তথ্য জানিয়েছেন।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1796587) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Gujarati , Tamil , Telugu