যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
‘ইন্ডিয়া টেলিকম ২০২২’ – এ টেলিকম মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ৫জি নেটওয়ার্কের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে
Posted On:
08 FEB 2022 2:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২
ভারতীয় টেলিকম সংস্থাদের যোগ্য বিদেশি ক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজিত ‘ইন্ডিয়া টেলিকম ২০২২’ – এক বিশেষ আন্তর্জাতিক ব্যবসায়িক প্রদর্শনীর আজ উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় সরকারের বাণিজ্য বিভাগের আওতাধীন মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ স্কিম (এমএআই)-এর অন্তর্গত এবং বিদেশ মন্ত্রক ও টেলিযোগাযোগ দপ্তরের সহায়তায় ৮-১০ই ফেব্রুয়ারি টেলিকম ইক্যুইপমেন্টস্ অ্যান্ড সার্ভিস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (টিইপিসি) বা টেলিকম সরঞ্জাম ও পরিষেবা রপ্তানি উৎসাহদান পর্ষদ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ৪৫টিরও বেশি দেশ থেকে যোগ্য ক্রেতারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সম্মেলনে ৪০টিরও বেশি ভারতীয় টেলিকম সংস্থা তাদের পণ্য ও সক্ষমতার বিষয়গুলি তুলে ধরেন।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারত বিশ্বের মধ্যে অন্যতম প্রধান বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনকারী দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। দেশে বর্তমানে বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এখন দেশে সিলিকন চিপ থেকে শুরু করে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর তৈরি পর্যন্ত একাধিক ক্ষেত্রে ভারত সাফল্য লাভ করেছে। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৪জি কোর ও রেডিও নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। ৫জি নেটওয়ার্কের উন্নয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশে এখন ৬জি মানোন্নয়নে চিন্তাভাবনা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেবু সিংহ চৌহান ২০২৫ সালের মধ্যে ২.৬ লক্ষ গ্রামে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। টেলিযোগাযোগ দপ্তরের সচিব শ্রী কে রাজারমন সহ অন্য ব্যক্তিরাও বক্তব্য রাখেন।
CG/SS/SB
(Release ID: 1796582)
Visitor Counter : 255