প্রতিরক্ষামন্ত্রক

১০০টি নতুন সৈনিক বিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য ই-কাউন্সিলিং

Posted On: 06 FEB 2022 2:03PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৬ ফেব্রুয়ারি, ২০২২
 
সারা দেশে ১০০টি নতুন সৈনিক বিদ্যালয় স্থাপনের সরকারি লক্ষ্যকে সামনে রেখে সৈনিক বিদ্যালয় সমিতি (এসএসএস) ই-কাউন্সিলিং প্রক্রিয়ার জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তুলছে। এই প্রথম সৈনিক বিদ্যালয়ে ভর্তির জন্য ই-কাউন্সিলিং পদ্ধতি চালু করা হচ্ছে। জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সঙ্গতি রেখে সারা দেশে আগ্রহী ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ করে দিতে সরকারের পরিকল্পনার অঙ্গ হিসেবে গড়ে উঠতে চলা নতুন সৈনিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে ই-কাউন্সিলিং ব্যবস্থা কার্যকর হবে। একই সঙ্গে নতুন এই বিদ্যালয়গুলিতে সৈনিক বিদ্যালয়ের পাঠ্যক্রম অনুযায়ী লেখাপড়া হবে। 
 
প্রক্রিয়া -
 
সৈনিক বিদ্যালয় সমিতি নির্দিষ্ট সময়সীমার পাশাপাশি ই-কাউন্সিলিঙের জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন করার জন্য ব্যাপক প্রচার চালাবে। সমিতির স্থির করে দেওয়া যোগ্যতা মানের বেশি নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে তাদের ইমেল বা মোবাইল নম্বরে একটি লিঙ্ক পাঠানো হবে। একই সঙ্গে নতুন বিদ্যালয়গুলি ছাত্র-ছাত্রীদের ভর্তি সম্পর্কিত আসন সংখ্যার বিষয়েও লিঙ্গ-ভিত্তিক তথ্য প্রদান করবে। 
 
আগ্রহী ছাত্র-ছাত্রীদের ওয়েব পোর্টাল www.sainikschool.ncog.gov.in-এ দেওয়া লিঙ্কের মাধ্যমে নাম নথিভুক্ত করার জন্য বলা হবে। নাম নথিভুক্তির সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের প্রদেয় সমস্ত তথ্য যাচাই করে দেখা হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য ১০টি বিদ্যালয়ের মধ্যে যে কোন একটিকে বেছে নিতে বলা হবে। সেই অনুসারে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় চয়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে এবং ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরিচালিত হবে। এরপর, বিদ্যালয় চয়ন প্রক্রিয়ার ফলাফল ই-কাউন্সিলিং পোর্টালের মাধ্যমে প্রকাশ করা হবে। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের জন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে স্থির হওয়া বিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলবে। অবশ্য, কোন ছাত্র বা ছাত্রী যদি নির্ধারিত বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে আগ্রহ না দেখায় সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং-এর সময় তার আবেদন পুনর্বিবেচনা করে দেখা হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় স্থির হওয়া বিদ্যালয়ে ভর্তির সুযোগ গ্রহণ করবে তাদের শারীরিক সক্ষমতা যাচাই করার জন্য দিন ধার্য করা হবে। 
 
যে সব ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে নতুন সৈনিক বিদ্যালয়ে তাদের নাম প্রকাশিত হবে। সেই সঙ্গে শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর ভর্তি হতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের প্রদেয় তথ্যে প্রয়োজনীয় সংশোধন বা সংযোজন করা হবে। প্রথম পর্যায়ে সমগ্র ই-কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি সৈনিক বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির আসন সংখ্যা পূরণ না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিং প্রক্রিয়া গ্রহণ করা হবে। সেই অনুসারে প্রথম পর্যায়ের কাউন্সিলিং-এ যে সব ছাত্র-ছাত্রী ভর্তি হওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি, তাদের দ্বিতীয় পর্যায়ে পছন্দ মত বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে। 
 
সুবিধা -
 
স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত এই ই-কাউন্সিলিং পদ্ধতি আগ্রহী ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করে তুলবে। এমনকি, এই প্রক্রিয়া ব্যয় সাশ্রয়ী এবং ছাত্র-ছাত্রী, বিদ্যালয় ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছেও ব্যবহার-বান্ধব হয়ে উঠবে। সমগ্র প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হওয়ার জন্য ভর্তি প্রক্রিয়ায় নজরদারি করা সম্ভব হবে এবং প্রয়োজন সাপেক্ষে প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1795984) Visitor Counter : 223