বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

কোভিড – ১৯ এর মোকাবিলায় বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক, জীবাণুরোধী ফেস মাস্ক উদ্ভাবন করেছেন

Posted On: 04 FEB 2022 2:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ঠা ফেব্রুয়ারী , ২০২২
 
কোভিড – ১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একটি শিল্প সংস্থার সঙ্গে যৌথভাবে একদল বিজ্ঞানী একটি ভাইরাস প্রতিরোধী ফেসমাস্ক উদ্ভাবন করেছেন। তামা ভিত্তিক ন্যানপার্টিকেল আস্তরণযুক্ত  এই ফেস মাস্ক স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক এবং জীবাণুরোধী ক্ষমতাসম্পন্ন । কোভিড – ১৯ ভাইরাস ছাড়াও অন্যান্য ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণকে এটি প্রতিহত করতে পারে। এই মাস্ক ব্যবহার করলে নিঃশ্বাস – প্রশ্বাসে কোনো সমস্যা হয় না এবং এটি ব্যবহারের পর ধুয়ে ফেলা সহজ।
   
আরএনএ ভাইরাস সার্স – কোভ – ২ কোভিড – ১৯ এর সংক্রমণের মূল কারণ। গবেষণায় দেখা গেছে জনসাধারণ যদি মাস্ক পরে থাকেন, তাহলে এর সংক্রমণ কম হয়।  মাস্কের মাধ্যমে সংক্রমণ প্রতিহত করার তথ্য জানার পর আমাদের দেশে নানা ধরণের মাস্ক বিক্রি হচ্ছে। অথচ বেশি দামী মাস্কও ভাইরাসকে আটকাতে পারে না। হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন, শপিংমল সহ যে সব জায়গায় জনসমাগম বেশি হয়, সেখানে সাধারণ মাস্ক পরলে ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ নয়। এছাড়াও করোনা ভাইরাসের অভিযোজনের কারণে এই মহামারী দ্রুত ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় স্বল্পমূল্যের ভাইরাস প্রতিরোধী মাস্ক তৈরি করা অত্যন্ত জরুরী হয়ে দাঁড়ায়।
  
ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড রিসার্চ সেন্টার ফর পাওয়ার মেটালারজি অ্যান্ড নিউমেটেরিয়ালসের (এআরসিআই) একদল বিজ্ঞানী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি ও বেঙ্গালুরু ভিত্তিক রেসিল ক্যামিক্যালস যৌথভাবে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক তামা ভিত্তি ন্যানো পার্টিকেলসের আস্তরণ যুক্ত ভাইরাস বিরোধী ফেস মাস্ক উদ্ভাবন করেছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক কোভিড – ১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ন্যানো মিশন প্রোজেক্ট থেকে মাস্ক উদ্ভাবনের জন্য  প্রয়োজনীয়  অর্থ পেয়েছে। এখন রেসিল ক্যামিক্যালস বাণিজ্যিকভাবে এই মাস্ক উৎপাদন শুরু করেছে।
 
এছাড়াও ব্যবহৃত মাস্ক ফেলে দেওয়া একটি বড় সমস্যা। কোভিড প্রতিরোধের জন্য যে মাস্ক পরা হয়, সেই মাস্ক সহজে মাটির মধ্যে মিশে যায় না। ফলে পরিবেশ দূষিত হয়। এই পরিস্থিতিতে নতুন ভাইরাস বিরোধী মাস্কটি তুলোর সুতো দিয়ে নির্মিত হওয়ায়, এটি সহজেই মাটির মধ্যে মিশে যায়। এর ফলে জলবায়ু দূষণ সংক্রান্ত সমস্যা হয় না। 
  
CG/CB/SFS


(Release ID: 1795712) Visitor Counter : 313