তথ্যওসম্প্রচারমন্ত্রক

দূরদর্শনে সম্প্রচারিত সাধারণতন্ত্র দিবসের বিশেষ অনুষ্ঠান দেশ – বিদেশের বহু দর্শক প্রত্যক্ষ করেছেন

Posted On: 04 FEB 2022 11:21AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ঠা ফেব্রুয়ারী , ২০২২
 
জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সর্বাঙ্গীন সম্প্রচারের ক্ষেত্রে দূরদর্শনের মতো অন্য কেউ প্রচার করতে পারে না। অতীতের মতো এবছরেও সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে। এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইপাস্টের ছবিও দূরদর্শনের সম্প্রচারিত হয়েছে।   
 
দর্শকের চাহিদার পরিবর্তন অনুযায়ী দূরদর্শনের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান এখন ইউটিউবে দেখা যাচ্ছে। টেলিভিশনের মাধ্যমে ২ কোটি ৩০ লক্ষ দর্শক এই বিশেষ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেও ইউটিউবে ২ কোটি ৬০ লক্ষ মানুষ তা দেখেছেন। এর মধ্য দিয়ে দর্শকদের কাছে দূরদর্শনের পৌঁছানোর ব্যাপ্তি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানটি  দূরদর্শনের ১৮০টি চ্যানেল সকাল ৯টা ৩০ মিনিট থেকে সম্প্রচার শুরু করেছিল, যার মোট  সম্প্রচারের সময় ৩২০ কোটি মিনিটের বেশি ।
    
ঐতিহাসিক এই সম্প্রচারের মধ্য দিয়ে দূরদর্শন বিদেশের দর্শকদের কাছে আরো ভালোভাবে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানী, জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহী সহ ১৪০টির বেশি দেশে দর্শকরা এই অনুষ্ঠান দেখেছেন। দেশ – বিদেশের দর্শকরা অনুষ্ঠানটি সফল ভাবে সম্প্রচারের জন্য  দূরদর্শনের প্রশংসা করেছেন। 
 
বহু দর্শক এখনো প্রসার ভারতীর  সাধারণতন্ত্র দিবসের ভিডিওগুলি দেখছেন। কুচকাওয়াজের ভিডিওটি দেখতে হলে  - https://www.youtube.com/watch?v=PwmeHNAIouA এই লিঙ্কে ক্লিক করুন। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে হলে নিচের লিংকেও ক্লিক করতে পারেন ।
https://www.youtube.com/watch?v=3EOYAUykcKk  
 রাষ্ট্রপতি শ্রীরামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ঘোড়া বিরাটের অবসর গ্রহণ উপলক্ষ্যে তাকে বিদায় জানানোর ভিডিওটি দেখতে হলে- https://www.youtube.com/watch?v=0-qoGg08j9E   এই লিঙ্কে ক্লিক করুন। বিভিন্ন রাজ্যের ট্যাবলো দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন। 
- https://www.youtube.com/watch?v=uq5RIoOLryY 
দূরদর্শনের মাধ্যমে যারা সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানটি দেখেছেন তারা অনেকেই প্রসার ভারতীর নিজস্বী অভিযানে অংশগ্রহণ করেছেন। টুইটারে বিভিন্ন বয়সী ভারতীয় তাদের নিজস্বী বা সেলফি তুলে সেটি পোস্টও করেছেন। 
 
CG/CB/SFS


(Release ID: 1795458) Visitor Counter : 185