শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে স্নাতকদের বাধ্যতামূলক নাম নথিভুক্তিকরণ প্রসঙ্গ

Posted On: 03 FEB 2022 3:46PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩রা ফেব্রুয়ারি, ২০২২

 

দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জগুলিতে স্নাতকদের বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করার কোন প্রস্তাব সরকারের কাছে নেই। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মসংস্থান কেন্দ্রগুলিতে কাজের খোঁজ পাওয়ার জন্য  স্বেচ্ছায়  নাম নথিভুক্ত করা যায়। এটি বাধ্যতামূলক নয়।  

চাকুরির সন্ধান, কেরিয়ার কাউন্সিলিং, কারিগরি ক্ষেত্রে কর্ম সংস্থানের জন্য  পরামর্শ , দক্ষতা বিকাশের পাঠক্রমের জন্য তথ্য সরবরাহ ইত্যাদি বিষয়ে মন্ত্রক ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের মাধ্যমে সাহায্য করে থাকে। ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের পোর্টাল www.ncs.gov.in –এ এই সুবিধাগুলি পাওয়া যাবে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি।  

 

CG/CB/SFS/


(Release ID: 1795241)