ইস্পাতমন্ত্রক

ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএসডিসি) জানুয়ারি মাসে সর্বকালের সেরা কর্মদক্ষতার পরিচয় তুলে ধরেছে

Posted On: 02 FEB 2022 1:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের আওতাধীন দেশের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী সংস্থা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএসডিসি) চলতি বছরের জানুয়ারি মাসে ৪.৫৬ মেট্রিক টন লৌহ আকরিক উৎপাদন করেছে। এর মধ্যে জানুয়ারি মাসেই ৪.২৪ মেট্রিক টন লৌহ আকরিক বিক্রিও করেছে। সংস্থার লৌহ আকরিক উৎপাদন ক্ষমতা ১৮.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, বিক্রির পরিমাণও ১৩.৪ শতাংশ বেড়েছে। সংস্থার পথ চলা শুরু হওয়ার পর থেকে এযাবৎকালে জানুয়ারি মাসেই সর্বোচ্চ লৌহ আকরিক উৎপাদন ও বিক্রি হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত গত ১০ মাসে সংস্থার উৎপাদন এবং বিক্রি ক্রমশ বেড়েছে। এই সাফল্যের জন্য এনএমডিসি-এর কার্যনির্বাহী অধিকর্তা শ্রী সুমিত দেবে সংস্থার কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ২০২২ সালে কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামোর উপর সরকার বিশেষ নজর দিয়েছে। তিনি বলেন, দেশে ইস্পাত উৎপাদন ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কর্মীদের কাছে আহ্বান জানান তিনি।
 
CG/SS/SKD/


(Release ID: 1794825) Visitor Counter : 137