স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬৭ কোটি ২৯ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৫৭ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৪.৯১ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬

দেশে করোনায় চিকিৎসাধীনের সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৪.১৫ শতাংশ

Posted On: 02 FEB 2022 9:28AM by PIB Kolkata

নয়াদিল্লী,  ০২ ফেব্রুয়ারি, ২০২২


ভারতে এ পর্যন্ত ১,৬৭,২৯,৪২,৭০৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৫৭,৪২,৬৫৯ জনকে।  
     
স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৯৬,২৫৬ জন টিকার প্রথম ডোজ, ৯৮,৭৯,৫১৯ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৩৪,৫১,৬২১ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৯৭,৭২৬ জন প্রথম ডোজ, ১,৭২,৬৪,৫১৩ জন দ্বিতীয় ডোজ এবং ৪১,৪০,৪২২ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৪,৭২,৩২,০১৮ জন এবং ১১,২৮,০৯৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছে। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৪,২০,৭১,৪১৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪০,৮৪,৭৬,৮৬১ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,০৪,৮৬,৪৭৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭,২২,৪১,২২২ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৫০,২৬,৫৩৫ জন প্রথম ডোজ, ১০,৭৩,২৩,৭৩১ জন দ্বিতীয় ডোজ এবং ৫৪,২৬,২৮৭ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত ১,৩০,১৮,৩৩০টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।
   
কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮১ হাজার ১০৯ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৯৫ লক্ষ ১১ হাজার ৩০৭ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৪.৯১ শতাংশ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। বর্তমানে ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ৩.৯ শতাংশ চিকিৎসাধীন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৪২ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৩ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
 
ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১৪.১৫ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ৯.২৬ শতাংশ।


CG/CB/NS



(Release ID: 1794678) Visitor Counter : 141