সারওরসায়নমন্ত্রক

ডঃ মনসুখ মান্ডভিয়া এনআইপিইআর গবেষণা পোর্টালের সূচনা করেছেন

Posted On: 28 JAN 2022 2:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পলের উপস্থিতিতে এনআইপিইআর গবেষণা পোর্টালের সূচনা করেছেন। ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফার্মাসিউটিকাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইপিইআর) এই গবেষণা পোর্টালটি তৈরি করেছে। সংস্থার সমস্ত গবেষণামূলক কাজকর্মে পেটেন্ট ফাইল এবং প্রকাশনা বিষয়ক তথ্য এক্ত্রিত করার লক্ষ্যে এবং শিল্প সংস্থা ও অন্যদের সঙ্গে এ বিষয়ে তথ্য ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই পোর্টাল তৈরি করা হয়েছে। 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান এবং জয় অনুসন্ধান’ এই দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া জানান, গবেষণা ও উন্নয়ন দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন, সকল পক্ষের শক্তিকে কাজে লাগাতে হবে। তবেই একটি সামগ্রিক ইকো ব্যবস্থাপনা তৈরি করা সম্ভব। 
 
শিল্প এবং শিক্ষা উভয় ক্ষেত্রে স্বাস্থ্যকর প্রতিযোগিতার গুরুত্বের বিষয় তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, উদ্ভাবন ও গবেষণা ক্ষেত্রে প্রতিযোগিতা ও চাহিদা অবশ্যই প্রয়োজন। কারণ, এতে দেশের মানুষের জন্য মানসম্পন্ন জীবন ধারণ সুনিশ্চিত হয় এবং সমস্যা সমাধানের পথ বেরিয়ে আসে। ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্ষেত্রে সুস্থায়ী বৃদ্ধির জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য বলেও জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে তরূণ প্রতিভা এবং মানবসম্পদ রয়েছে। শিল্প-শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে তাকে কাজে লাগাতে হবে। তাই, এই দুই ক্ষেত্রের সহযোগিতা বৃদ্ধিতে ফার্মাসিউটিকাল বিভাগ এনপিইআর-এর সমস্ত গবেষণামূলক কাজকর্ম এক জায়গায় ধরে রাখতে এ ধরনের গবেষণা পোর্টাল তৈরি করেছে। এই গবেষণা পোর্টাল দেশের শিল্প সংস্থা, বিশেষ করে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে কাজে লাগবে বলেও উল্লেখ করেন তিনি। 
 
অনুষ্ঠানের ভাষণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী দেশ। এ প্রসঙ্গে দেশের টিকা ক্ষেত্রে বিকাশের উদাহরণ তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকার গবেষণা ও উদ্ভাবনের বিকাশ-সাধনে প্রতিশ্রুতিবদ্ধ। তারই অঙ্গ হিসাবে পোর্টালটির সূচনা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ডঃ ভি কে পল জানান, ভারতের স্বাস্থ্য ইকো ব্যবস্থাপনায় এনআইপিইআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই, এক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার বিষয়ে সরকারের কাছে অনুরোধ জানান তিনি। 
 
পোর্টালটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে - http://nipermis.pharmaceuticals.gov.in/
 
CG/SS/SB


(Release ID: 1793396) Visitor Counter : 124