প্রতিরক্ষামন্ত্রক
উপকূল-ভিত্তিক অ্যান্টি-শিপ মিসাইল ব্যবস্থাপনা রপ্তানির জন্য ফিলিপিন্সের সঙ্গে ব্রহ্মোস-এর চুক্তি স্বাক্ষর
Posted On:
28 JAN 2022 1:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২
ফিলিপিন্সে উপকূল-ভিত্তিক অ্যান্টি-শিপ মিসাইল ব্যবস্থাপনা সরবরাহের জন্য আজ ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপিন্সের জাতীয় প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগ সংস্থা হ’ল ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড। গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির বিষয়ে প্রচারের জন্য কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হ’ল এই চুক্তি।
CG/SS/SB
(Release ID: 1793335)
Visitor Counter : 242