অর্থমন্ত্রক
এয়ার ইন্ডিয়ার কৌশলগত বিলগ্নীকরণ সম্পূর্ণ
Posted On:
27 JAN 2022 3:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২২
মেসার্স টাটা সন্স প্রাইভেট লিমিটেডের নিয়ন্ত্রণাধীন সংস্থা মেসার্স টেলেস প্রাইভেট লিমিটেড ২ হাজার ৭০০ কোটি টাকা কেন্দ্রকে দেওয়ার ফলে এয়ার ইন্ডিয়ার কৌশলগত বিলগ্নীকরণ সংক্রান্ত লেনদেনের কাজ সম্পূর্ণ হয়েছে। একই সঙ্গে, সংস্থার ১০০ শতাংশ শেয়ার কৌশলগত অংশীদার মেসার্স টেলেস প্রাইভেট লিমিটেড-কে হস্তান্তরিত করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণের প্রস্তাবে মেসার্স টেলেস প্রাইভেট লিমিটেড সরকারের কাছে সর্বোচ্চ দরপত্র জমা দেয়। এরপর, ২০২১-এর ২৫শে অক্টোবর শেয়ার ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে চুক্তি অনুযায়ী, কৌশলগত অংশীদার এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন শর্ত পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য - অ্যান্টি ট্রাস্ট বডি, নিয়ন্ত্রক, ঋণদাতা সহ তৃতীয় পক্ষের বিভিন্ন সংস্থার অনুমোদন। চুক্তি অনুযায়ী, সব শর্ত সন্তোষজনকভাবে পূরণ হয়েছে।
CG/CB/SB
(Release ID: 1792996)
Visitor Counter : 242