স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬৩ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ২২ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৩.৩৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ২ হাজার ৪৭২

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৭.৭৫ শতাংশ

Posted On: 27 JAN 2022 9:23AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২২

 

ভারতে এ পর্যন্ত ১,৬৩,৮৪,৩৯,২০৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ২২,৩৫,২৬৭ জনকে।      

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৩,৯৩,৮২০ জন টিকার প্রথম ডোজ, ৯৮,৩৭,৪৩৬ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ২৯,৮৭,৯৯৩ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৩,৯২,৫৭৯ জন প্রথম ডোজ, ১,৭১,৭৪,০৬৪ জন দ্বিতীয় ডোজ এবং ৩১,০২,৬২০ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৪,৩৭,২৭,৭৭১ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৩,৭০,২৩,১৬৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩৯,৪৮,২২,৭১৯ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৯,৯৫,৭৯,৯৭৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৬,৮৩,৭৮,০৪০ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৪৩,৮৭,৮৩০ জন প্রথম ডোজ, ১০,৫০,১৮,২৪০ জন দ্বিতীয় ডোজ এবং ৩৬,১২,৯৫৬ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত ৯৭,০৩,৫৬৯টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।    

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬ হাজার ৩৫৭ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৩ কোটি ৭৬ লক্ষ ৭৭ হাজার ৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৩.৩৩ শতাংশ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন। বর্তমানে ২২ লক্ষ ২ হাজার ৪৭২ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ৫.৪৬ শতাংশ চিকিৎসাধীন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১৪ লক্ষ ৬২ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭২ কোটি ২১ লক্ষ ৬৬ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৭৫ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১৯.৫৯ শতাংশ।

 

CG/CB/SB



(Release ID: 1792961) Visitor Counter : 162