ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

এমএসএমই ইউনিটগুলি একসঙ্গে কাজ করলে একটি সম্পূর্ণ সরবরাহ-শৃঙ্খল গঠন করতে সক্ষম : এমএসএমই সচিব

Posted On: 20 JAN 2022 10:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ জানুয়ারি, ২০২২
 
 
ভারতে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এমএসএমই) সংস্থাগুলিতে উৎপাদন খরচের সুবিধার কারণে বিশ্ব পর্যায়ে সরবরাহ-শৃঙ্খল তৈরির বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এমএসএমই মন্ত্রকের সচিব শ্রী বি বি সোয়াইন। বুধবার ইইপিসি ইন্ডিয়া আয়োজিত এমএসএমই সম্মেলনের উদ্বোধনী ভাষণে একথা জানান তিনি। শ্রী সোয়াইন বলেন, এমএসএমই ক্ষেত্রের বিকাশের জন্য দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল - ঋণ সহায়তা এবং প্রযুক্তির আধুনিকীকরণ। তিনি জানান, এমএসএমই মন্ত্রক অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য অন্যান্য মন্ত্রক ও বিভাগের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে। 
 
শ্রী সোয়াইন জানান, এমএসএমই ক্ষেত্রে ঋণ গ্রহণ সহজ এবং এই ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রক্রিয়া সরলীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ২০২০ সালের পয়লা জুলাই চালু হওয়া উদ্যম নথিভুক্তিকরণ পোর্টালে এ পর্যন্ত ৬৭ লক্ষ এমএসএমই সংস্থা যুক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২৯ শতাংশ এমএসএমই সংস্থা ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদন করে থাকে। তাই, এমএসএমই ইউনিটগুলি একসঙ্গে কাজ করলে একটি সম্পূর্ণ সরবরাহ-শৃঙ্খল গঠন করতে সক্ষম।
 
অনুষ্ঠানে ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী মহেশ দেশাই জানান, এমএসএমই ক্ষেত্রে প্রযুক্তিগত আধুনিকীকরণ প্রয়োজন। এটি সম্ভব হলে ভারত বিশ্ব পর্যায়ের মূল্য-শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ‘মেক ইন ইন্ডিয়া’-র উদ্যোগে ভারতের এমএসএমই সংস্থাগুলির বিকাশ-সাধন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মহামারী পরবর্তী সময়ে উন্নত বিশ্বের বড় বড় সংস্থাগুলি ভারতকে উৎপাদন কেন্দ্রের বিকল্প গন্তব্য স্থান হিসাবে বেছে নিয়েছে। তিনি আরও জানান, ইইপিসি ইন্ডিয়ার প্রায় ৬০ শতাংশ সদস্যই এই এমএসএমই ক্ষেত্র থেকে যুক্ত হয়েছেন। ভারতের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত এমএসএমই সংস্থাগুলির বিকাশ-সাধনে গুরুত্ব আরোপ করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে ‘বিশ্ব পর্যায়ে মূল্য-শৃঙ্খলে ভারতের সুসংহত এমএসএমই ক্ষেত্র’ শীর্ষক একটি নলেজ পেপারও প্রকাশ করা হয়। 
 
CG/SS/SB


(Release ID: 1791200) Visitor Counter : 165