স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৫৬ কোটি ২ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৪.৮৩ শতাংশ
দেশেগত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩
এখনও পর্যন্ত মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৪১ : গতকালের তুলনায় ৫.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১২.৮৪ শতাংশ
Posted On:
15 JAN 2022 9:49AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি, ২০২২
দেশেগত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৮ লক্ষ ২ হাজার ৯৭৬। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৫৬ কোটি ২ লক্ষ ৫১ হাজার ১১৭।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
সতর্কতামূলক ডোজ
|
১,০৩,৯০,০০০
৯৭,৭৩,০৩৮
১৬,২৩,০৪৪
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
সতর্কতামূলক ডোজ
|
১,৮৩,৮৮,৬৬৮
১,৭০,৩৮,৯৪২
১২,৬৩,৬৪৮
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথমডোজ
|
৩,২৫,২৮,৪১৬
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
|
৫২,২৭,৯১,৪৭৫
৩৬,৫৩,১৭,২২৪
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
|
১৯,৭২,২৮,৩৮০
১৫,৯৯,২১,২৬৫
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
সতর্কতামূলক ডোজ
|
১২,২৯,০১,৮২৭
১০,০১,৬৭,৫০৬
৯,১৭,৬৮৪
|
|
সতর্কতামূলক ডোজ
|
৩৮,০৪,৩৭৬
|
মোট
|
|
১,৫৬,০২,৫১,১১৭
|
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০।
জাতীয়স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৪.৮৩শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ হয়েছে, যা মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ১৩ হাজার ৭৪০ নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭০ কোটি ৭ লক্ষ ১২ হাজার ৮২৪।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১২.৮৪ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১৬.৬৬ শতাংশ।
CG/SS/SKD/
(Release ID: 1790217)
Visitor Counter : 196