স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১৫৫.৩৯ কোটিরও বেশি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে
গত ২৪ ঘন্টায় ৭৩ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে
আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৫.২০ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ২০২
এ পর্যন্ত ৫,৭৫৩ টি ওমিক্রণ কেস চিহ্নিত করা হয়েছে; যা গতকালের তুলনায় ৪.৮৩ শতাংশ বেশি
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১২,৭২,০৭৩
সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার বর্তমানে রয়েছে ১১.৮৩ শতাংশ
Posted On:
14 JAN 2022 9:45AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জানুয়ারি, ২০২২
সারাদেশে গত ২৪ ঘন্টায় ৭৩ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই সংখ্যা হচ্ছে ৭৩ লক্ষ ০৮ হাজার ৬৬৯। কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ১৫৫.৩৯ কোটি অতিক্রম করেছে।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১৫৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৮১৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৮৯ হাজার ৮৫১ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৯৭ লক্ষ ৬৮ হাজার ৩৫২ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ পেয়েছেন ১৪ লক্ষ ৭২ হাজার ৩৪৮।
অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ৫০১ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৭০ লক্ষ ২৮ হাজার ৬৬০ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন।
প্রিকসান ডোজ নিয়েছেন ১০ লক্ষ, ৮০ হাজার ৭৩৩ জন।
অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সী প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৪ লক্ষ ৮৩ হাজার ৫৬০ জন।
একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৫২ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৫৯৮ জন প্রথম ডোজ এবং ৩৬ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ২২৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১৯ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার ১০৪ জন প্রথম ডোজ এবং ১৫ কোটি ৯২ লক্ষ ৭৯ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১২ কোটি ২৭ লক্ষ ৯৫ হাজার ৮৪৯ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ কোটি ৯৮ লক্ষ ১২ হাজার ৭৩৮ জন।
প্রিকসান ডোজ পেয়েছেন ৮ লক্ষ ১০ হাজার ৫৫৪।
মোট প্রিকসান ডোজ পেয়েছেন ৩৩ লক্ষ ৬৩ হাজার ৬৩৫।
অন্যদিকে, মোট ১৫৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৮১৯ জন টিকার ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ১ লক্ষ ০৯ হাজার ৩৪৫ জন রোগী আরোগ্য হয়ে উঠেছেন।
করোনা জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি, ৪৮ লক্ষ, ২৪ হাজার ৭০৬ জন আরোগ্য হয়ে উঠেছেন। আরোগ্যের হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৫.২০ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১২,৭২,০৭৩। বর্তমানে সুস্পষ্টভাবে আক্রান্তের পরিমাণ ৩.৪৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১৭,৮৭,৪৫৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৬৯ কোটি ৯০ লক্ষ (৬৯ কোটি ৯০ লক্ষ ৯৯ হাজার ০৮৪) নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ১১.৮৩ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার ১৪.৭৮ শতাংশে রয়েছে।
CG/ SB
(Release ID: 1790001)