উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপরাষ্ট্রপতি মকর সংক্রান্তি, পোঙ্গল, বিহু এবং অন্যান্য উৎসবের প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন
Posted On:
13 JAN 2022 3:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ জানুয়ারি, ২০২২
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু মকর সংক্রান্তি ও পোঙ্গল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁর বার্তার সম্পূর্ণ তথ্য নিম্নরূপ-
" মকর সংক্রান্তি এবং পঙ্গল উপলক্ষে আমি সমগ্র দেশবাসীকে আমার উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
সূর্য দেবতাকে উৎসর্গ করা মকর সংক্রান্তি উত্তরায়নের সময়কালের সূচনাকে ব্যক্ত করে। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবটি বিভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে পোঙ্গল, আসামে বিহু, কেরালায় বিষু এবং পাঞ্জাব ও হরিয়ানায় একে লহরী, আর বিহারে আবার খিচুড়ি উৎসব বলা হয়। আমাদের দেশের অন্তর্নিহিত সংস্কৃতি ও ঐক্য এর মাধ্যমে প্রতিফলিত হয়। এইসব উৎসব ভালো ফসল, সমৃদ্ধি এবং কৃতজ্ঞতা বোধের প্রতীক।
মকর সংক্রান্তি সকলের জীবনে বয়ে আনুক সমৃদ্ধি, শান্তি এবং সম্প্রীতি।"
CG/ SB
(Release ID: 1789772)
Visitor Counter : 215