স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য
प्रविष्टि तिथि:
11 JAN 2022 9:20AM by PIB Kolkata
নতুনদিল্লি, ১১ই জানুয়ারি, ২০২২
দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৫২ কোটি ৮৯লক্ষ টিকা দেওয়া হয়েছে।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৮ লক্ষ ২১হাজার ৪শো ৪৬জন।
মোট সংক্রমিতের ২.২৯% এখন চিকিৎসাধীন ।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৬.৩৬%।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৬৯হাজার ৯৫৯ জন।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৫ লক্ষ ৭০হাজার ১৩১ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৬৮,০৬৩ জন ।
দৈনিক সংক্রমিতের হার ১০.৬৪%।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৮.৮৫%।
মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯কোটি ৩১লক্ষ।
দেশজুড়ে ৪৪৬১ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছিল। এর মধ্যে ১৭১১ জন সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন। পশ্চিমবঙ্গে ২৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছিল। তবে ১০ জন সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন। আসামে ওমিক্রণে আক্রান্ত ৯ জনই সুস্থ হয়ে গেছেন। অবে আন্দামান-নিকোবরে আক্রান্ত ৩ জন এখনো চিকিৎসাধীন।
CG/CB/ NS
(रिलीज़ आईडी: 1789105)
आगंतुक पटल : 234