কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
হায়দ্রাবাদে ই-গভর্নেন্স-২০২১ এর উপর ২৪ তম জাতীয় সম্মেলন সফলভাবে শেষ হয়েছে
Posted On:
08 JAN 2022 4:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২২
প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ এবং ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ও তেলেঙ্গানার সরকারের সহযোগিতায় ই-গভর্নেন্স-২০২১' শীর্ষক ২৪ তম সম্মেলন হায়দ্রাবাদে আজ শেষ হয়েছে। দুদিনের এই সম্মেলনের থিম ছিল, 'অতিমারি পরবর্তী সময়ে সারা বিশ্বে ডিজিটাল শাসন ব্যবস্থা।' সম্মেলনের আজ ছিল শেষ দিন।
এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডক্টর জিতেন্দ্র সিং। সভাপতিত্ব করেন তেলেঙ্গানা সরকার এর পৌর প্রশাসন ও নগর উন্নয়ন এবং শিল্প ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী শ্রী কে টি রামা রাও।
২৪- তম এই সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ট বক্তারা এবারের থিম গুলির উপর তাদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন। সম্মেলনে ই- গভর্নেন্সের প্রচারের জন্য আধুনিক প্রযুক্তি এবং তার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
এবারের সম্মেলনে সেমি ভার্চুয়াল মোডে ৫০ জন বক্তা তাদের বক্তব্য পেশ করেন। এর পাশাপাশি দু-হাজারেরও বেশি অতিথি এই সম্মেলনে সেমি ভার্চুয়াল মোডে উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনে ছটি ক্যাটাগরিতে ২৬ টি পুরস্কার প্রদান করা হয়।
CG/ SB
(Release ID: 1788631)
Visitor Counter : 209