স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১৫০.৬১ কোটিরও বেশি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে


গত ২৪ ঘন্টায় ৯০ লক্ষেরও বেশি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে

আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৭.৩০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬

ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪,৭২,১৬৯

সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার বর্তমানে রয়েছে ৫.৬৬ শতাংশ

Posted On: 08 JAN 2022 10:01AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ জানুয়ারি, ২০২১
 
সারাদেশে গত ২৪ ঘন্টায় ৯০ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এই সংখ্যা হচ্ছে ৯০ লক্ষ ৫৯ হাজার ৩৬০। কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ১৫০.৬১ কোটি অতিক্রম করেছে। 
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১৫০ কোটি ৬১ লক্ষ ৯২ হাজার ৯০৩ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৮৮ হাজার ৭৭৭ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৯৭ লক্ষ ৩৬ হাজার ৬৫১ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ৮৭ হাজার ০১২ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৬৯ লক্ষ ৫৩  হাজার ২০৩ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
অন্যদিকে, ১৫-১৮ বছর বয়সী প্রথম ডোজ পেয়েছেন ২০ কোটি ২৩ লক্ষ ৪৫ হাজার ৮০ জন।
একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৫১ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার ৩৮১ জন প্রথম ডোজ এবং ৩৪ কোটি ৮৩ লক্ষ ৩০ হাজার ৮০১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১৯ কোটি ৫৮ লক্ষ ০৩ হাজার ৭৭০ জন প্রথম ডোজ এবং ১৫ কোটি ৫০ লক্ষ ৭৪ হাজার ০৮৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। 
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১২ কোটি ২১ লক্ষ ০৩ হাজার ১৩৯ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার    ৫০০ জন।
অর্থাৎ মোট ১৫০ কোটি ৬১ লক্ষ ৯২ হাজার ৯০৩ জন টিকার ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ৪০ হাজার ৮৯৫ জন রোগী আরোগ্য হয়ে উঠেছেন।
করোনা জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি, ৪৪ লক্ষ, ১২ হাজার ৭৪০ জন আরোগ্য হয়ে উঠেছেন। আরোগ্যের হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৭.৩০ শতাংশ। 
দেশে গত ২৪ ঘন্টায় ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৪,৭২,১৬৯। বর্তমানে সুস্পষ্টভাবে আক্রান্তের পরিমাণ ১.৩৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১৫,২৯,৯৪৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৬৮ কোটি ৮৪ লক্ষ (৬৮ কোটি ৮৪ লক্ষ ৭০ হাজার ৯৫৯)  নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ৫.৬৬ শতাংশ। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার ৯.২৮ শতাংশে রয়েছে।
 
CG/ SB

(Release ID: 1788608) Visitor Counter : 198