স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 07 JAN 2022 9:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২২

 

দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৯ কোটি ৬৬ লক্ষ টিকা দেওয়া হয়েছে।                   

দেশে সক্রিয় সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩।

দেশে বর্তমানে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১.০৫ শতাংশ।

কোভিড মুক্তের হার বর্তমানে ৯৭.৫৭ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন। এর ফলে, সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন।

দৈনিক সংক্রমণের হার ৭.৭৪ শতাংশ।

সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৫৪ শতাংশ।

এখনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৮ কোটি ৬৮ লক্ষ।

সারা দেশে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন। পশ্চিমবঙ্গে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩ জন ওমিক্রণে সংক্রমিত হয়েছেন।

 

CG/CB/SB


(रिलीज़ आईडी: 1788323) आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Malayalam