উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় উপ-রাষ্ট্রপতি দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন

Posted On: 05 JAN 2022 1:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ জানুয়ারি, ২০২২
 
উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতির দ্রুত মোকাবিলা করতে আহ্বান জানিয়েছেন। অতীতের ঢেউগুলি থেকে প্রাপ্ত শিক্ষা এক্ষেত্রে কাজে লাগাতে হবে। শ্রী নাইডু জোর দিয়ে বলেন, “আমাদের ধর্ম ও কর্তব্য মেনে চলতে হবে। কোভিড নিয়মবিধি – মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং টিকা নেওয়ার মতো বিষয়গুলি অনুসরণ করতে হবে। এইভাবে আমরা নিজেরা ও আমাদের চারপাশে সকলকে সুরক্ষিত রাখবো”। 
১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার গুরুত্বের কথা উল্লেখ করে শ্রী নাইডু অভিভাবকদের সন্তানকে টিকা দেওয়া নিশ্চিত করতে অনুরোধ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে, সামাজিক স্তরে, চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সরকারকে টিকার বিষয়ে বিস্তারিত জানাতে মানুষের কাছে পৌঁছনোর পরামর্শ দিয়েছেন। টিকার বিষয়ে কারও মনে সংশয় থাকলে তা দূর করতে হবে। এভাবেই দেশ যৌথভাবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হবে। 
আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস্ অফ ইন্ডিয়ান অরিজিন আয়োজিত পঞ্চদশ আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে শ্রী নাইডু ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেছেন। তাঁদের ভূমিকা আজ বিশ্বের প্রতিটি কোণে অনুভূত হচ্ছে। বসুধৈব কুটুম্বকম্‌ মন্ত্র আমরা অনুসরণ করছি। উপ-রাষ্ট্রপতি বলেন, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকরা মার্কিন যুক্তরাষ্ট্রে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তাঁরা অনেকেই প্রশাসনের উচ্চপদে দায়িত্ব পালন করছেন। ‘ভারতের মূল্যবোধের সফল দূত হিসাবে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করছেন’। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানগুলি টিকা নিয়ে কাজ করছে। সম্প্রতি করবে ভ্যাকস্ ও কোভো ভ্যাকস্‌ টিকা দুটি এই যৌথ উদ্যোগের ফল। শ্রী নাইডু বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে ভারত-মার্কিন যৌথ উদ্যোগের ফলে যে সুফল পাওয়া যাবে, তা শুধু আমাদের দুটি দেশের সঙ্গেই সীমাবদ্ধ থাকবে না, সারা বিশ্বে সেটি অনুভূত হবে। 
তাঁর বার্তায় উপ-রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, শহরাঞ্চলে যেখানে প্রযুক্তির সাহায্যে রোগীদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে, সেখানে গ্রামাঞ্চল যথেষ্ট পিছিয়ে আছে – কোনও কোনও অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও নেই।
এই পার্থক্য ঘোচাতে টেলিহেলথ সহ বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে গ্রামাঞ্চল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছনোর জন্য শ্রী নাইডু পরামর্শ দিয়েছেন। এর ফলে, আমাদের সীমিত মানবসম্পদ ও স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো ব্যবহার করে আমরা প্রত্যেকের কাছে পৌঁছতে পারবো। 
ভারতে প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য বেশ কয়েকটি স্টার্টআপ নতুন উদ্যোগ গড়ে উঠেছে। এই প্রবণতাকে স্বাগত জানিয়ে শ্রী নাইডু বলেন, এর ফলে ভৌগোলিক বাধা অতিক্রম করে প্রচুর অর্থ ব্যয় না করে চিকিৎসা করা যাবে। 
উপ-রাষ্ট্রপতি আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করে রাখার ফলে এই প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। 
নীতি আয়োগের বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য সূচকের চতুর্থ পর্বে প্রথম তিনটি রাজ্যের মধ্যে তেলেঙ্গানা স্থান করে নেওয়ায় উপ-রাষ্ট্রপতি প্রশংসা করেছেন। তিনি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ান অরিজিন – এর প্রশংসা করে বলেন, মহামারীর দ্বিতীয় ঢেউ-এর সময় এই সংগঠন ৫০ লক্ষ ডলার অনুদান দিয়েছে। এর সাহায্যে একটি গ্রামকে দত্তক নেওয়া কর্মসূচি সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। 
 
CG/CB/SB

(Release ID: 1787720) Visitor Counter : 173