স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৪৬ কোটি ৭০ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ৩৭৯

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৮৩০

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.০৫ শতাংশ

Posted On: 04 JAN 2022 10:13AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৯৯ লক্ষ ২৭ হাজার ৭৯৭। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৪৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৪৬৪।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৮৮,২৩৬

 

৯৭,২১,২২৯

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৮৬,২৬৫

 

,৬৯,১৬,৫৮৯

 

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

৪২,০৬,৪৩৩

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫০,৩১,৩৯,৮৬৮

 

৩৩,৮৮,৬৪,৮৫৪

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৯,৫০,৬৬,৮৮৩

 

১৫,২৪,৩৯,৮১৪

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১২,১৭,১৪,০৬৭

 

৯৬,১৭,৪২২৬

 

মোট

 

,৪৬,৭০,১৮,৪৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৭ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৬ হাজার ৪১৪।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৩ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১৯০ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৭১ হাজার ৮৩০ হয়েছে, যা মোট আক্রান্তের ০.৪৯ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৫৪ হাজার ৩০২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৮ কোটি ২৪ লক্ষ ২৮ হাজার ৫৯৫।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.০৫ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ৩.২৪ শতাংশ।


CG/SS/SB


(Release ID: 1787429) Visitor Counter : 160