খনিমন্ত্রক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার প্রচেষ্টা

Posted On: 03 JAN 2022 3:13PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ০৩ জানুয়ারি, ২০২২
 
দেশের খনিজ সম্পদের বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ সম্পদের ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড, হিন্দুস্তান কপার লিমিটেড এবং মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেড-এর স্বার্থ রক্ষা করে যথার্থ অংশগ্রহণের মাধ্যমে খনি মন্ত্রক ‘খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড’ (কেএবিআইএল) নামে একটি যৌথ উদ্যোগ সংস্থা তৈরি করেছে। এই সংস্থা লিথিয়াম, কোবাল্ট-এর মতো কৌশলগত ও গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান এবং শনাক্তকরণের দায়িত্বে থাকবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যপূরণে এই উদ্যোগ ই-মোবিলিটি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ওষুধ, মহাকাশ, বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয়তা পূরণ করবে। 
 
স্বাধীন গবেষণা পরিচালনা এবং নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে এই ধরণের খনিজ সম্পদ উৎপাদনকারী দেশগুলির সঙ্গে কেএবিআইএল - সংযোগে যোগাযোগ রক্ষা করে চলেছে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলির মতো দেশগুলির সঙ্গে এই গুরুত্বপূর্ণ ও কৌশলগত খনিজ সম্পদ অন্বেষণের বিষয়ে যোগাযোগ রক্ষা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও সরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য আদানপ্রদান করা হচ্ছে। দেশের খনিজ ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
CG/SS/SKD/


(Release ID: 1787300) Visitor Counter : 175