কেন্দ্রীয়লোকসেবাআয়োগ

কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস পরীক্ষা ২০২১-এর ফলাফল

Posted On: 03 JAN 2022 4:11PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩ জানুয়ারি, ২০২২
 
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত ২১ নভেম্বর কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস পরীক্ষা গ্রহণ করে। এই পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ / পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য যে সব প্রার্থীদের ডাকা হয়েছে তাদের কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। আগামীকাল থেকে ১৮ জানুয়ারি সন্ধে ছয়টা পর্যন্ত অনলাইন আবেদনপত্র দাখিল করা যাবে। এই অনলাইন আবেদনপত্রের ভিত্তিতে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট মূল্যায়ণ পর্ষদের কাছে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ / পার্সোনালিটি টেস্টের জন্য প্রার্থীদের স্থান এবং সময় যথা সময়ে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। অবশ্য, যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের নির্দিষ্ট তারিখ ই-সমন লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 
 
কমিশনের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, কোন পরিস্থিতিতেই ইন্টারভিউ / পার্সোনালিটি টেস্টের তারিখ বা সময় পরিবর্তনের জন্য প্রার্থীদের অনুরোধ বিবেচনা করা হবে না। এসম্পর্কিত যে কোন বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীরা ইউপিএসসি-র সহায়তা বুথে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সপ্তাহে কাজের দিন বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহায়তা বুথ খোলা থাকছে। প্রয়োজনে প্রার্থীরা কমিশনের টেলিফোন নম্বরেও যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বরগুলি হল - (011)-23385271/23381125/23098543 
 
CG/BD/AS/


(Release ID: 1787241) Visitor Counter : 108