প্রতিরক্ষামন্ত্রক
২০২২ – এর সেনাবাহিনী দিবসের কুচকাওয়াজ
Posted On:
03 JAN 2022 10:13AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জানুয়ারি, ২০২২
সেনাবাহিনী দিবসের কুচকাওয়াজ আগামী ১৫ জানুয়ারি কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এছাড়াও, ২৩ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ ও বিটিং দ্য রিট্রিট সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিতভাবে জানানো হবে।
সংবাদ মাধ্যমের উৎসাহী প্রতিনিধিদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য armydayparade2022[at]gmail[dot]com এই ঠিকানায় ই-মেল করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়া অত্যন্ত জরুরি। আগামী ৫ জানুয়ারির মধ্যে
ক) পুরো নাম
খ) পিআইবি/পরিচয়পত্র
গ) পরিচয়পত্রে স্ক্যান ছবি
ঘ) সংবাদ মাধ্যমের নাম
ঙ) আবেদনকারীর ছবি
চ) সেনাবাহিনী দিবসে কুচকাওয়াজ/সাধারণতন্ত্র দিবস সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্মেলন/দুটি অনুষ্ঠানই অংশগ্রহণ করতে চান কি না, সে বিষয়ে বিস্তারিতভাবে জানাতে হবে।
এ বিষয়ে কোনও প্রশ্ন থাকলে 011-23019659 – এই নম্বরে যোগাযোগ করুন। ৫ই জানুয়ারির পর আবেদনপত্র জমা দিলে তা গ্রাহ্য হবে না।
CG/CB/SB
(Release ID: 1787196)
Visitor Counter : 160