স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 02 JAN 2022 9:29AM by PIB Kolkata

নতুনদিল্লি, ২রা জানুয়ারি, ২০২২


দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৫ কোটি  ৪৪লক্ষ  টিকা দেওয়া হয়েছে।    

ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা  বর্তমানে   ১লক্ষ ২২হাজার ৮শো ১জন।   

মোট সংক্রমিতের  ১ শতাংশের কম মাত্র ০.৩৫% এখন চিকিৎসাধীন ।   

বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার   ৯৮.২৭%। 

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৯হাজার ২৪৯ জন।        

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ  ৮৪হাজার  ৫৬১ জন। 

গত ২৪ ঘন্টায়  নতুন করে সংক্রমিত হয়েছেন  ২৭,৫৫৩ জন ।

দৈনিক সংক্রমিতের হার ২.৫৫% ।  

সাপ্তাহিক সংক্রমিতের হার   ২.৫৫%।   

মোট নমুনা পরীক্ষা হয়েছে  ৬৮কোটি ।   

দেশজুড়ে এ পর্যন্ত  ১৫২৫ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এর মধ্যে ৫৬০ জন সংক্রমিত ব্যক্তি সুস্থ হয়ে গেছেন।   অন্যদিকে পশ্চিমবঙ্গে ২০ জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এঁদের মধ্যে ৪জন সংক্রমিত সুস্থ হয়ে গেছেন।  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন।   

 

CG/CB/SFS


(रिलीज़ आईडी: 1786930) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Manipuri , Gujarati , Tamil , Telugu , Malayalam